বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০১:২৯:৩৪

মনের আরশি

মনের আরশি

কুর্সিতে নয় মনের আরশিতে,

 দেখিতে চাই নিজেরে, দেখিতে পাইনা

দেখিনা নিজেরে!

 

অচেনা অজানা আবছায়া আকার নজরে আসে।

আমি নাকি অন্য কেউ ?

চন্দ্রিমা রাতে  পূর্নিমা তিথিতে

যখনি  দেখি জোত্স্নার উত্স ওই চাঁদের পানে ,

কালো মেঘ এসে ঢেকে দেয় তারে , চারদিক  আঁধার করে!

ঘন কালো অমাবস্যার রজনীতে

 জম কালো রাস্তায় কে যেন হাঁটে, আমার সাথে !

কে হাঁটে ?

 

নামাজে দাঁড়াই রবের প্রার্থনায় ,

এক মনে, এক ধ্যানে, বন্ধ করি দু'নয়ন

শুধু কেরাতে নয়, মোনাজাতে ও, পাপ গুলি যেন,

সিনেমার রুপালী ফিতায় পর্দায়  প্রদর্শিত হতে থাকে,  

কেন  প্রদর্শিত হতে থাকে?

 

কার করিব ক্ষতি, কিংবা করিব দুর্গতি ,

কি পেলাম, কি হারালাম কতো ভাবনায় ,

প্রভুর প্রার্থনা ভুলায় !

কে ভুলায়, কেন ভুলায় ?

 

কারে দেখাতে ফেলে দেই কপালে দাগ,

সেজে যাই সাচ্চা ঈমানদার

জেনে শুনে করে যাই, বেইমানির কাজ কারবার !

 ঠকবাজি, ঠকানোতে হতে চাই সেরা ,

ভাবে স্বভাবে দেখাই পাক্কা গোবেচারা !

কেন দেখাই  ?

 

মনের আরশির সম্মুখে দাঁড়াই, দেখিতে চাই নিজের অবয়ব

কে আমি, কেমন আমি ? আরশি ভেঙ্গে খান খান !

কেন ?
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে