 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক: আগামীকাল আইপিএলের মহা গুরুত্বপূর্ন ম্যাচে মাঠে নামছে সাকিবের কলকাতা ও মুস্তাফিজের হায়দরাবাদ।প্লে-অফ নিশ্চিত করা হায়দরাবাদের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার হলেও কলকাতার জন্য ম্যাচটি বাচাঁ-মরার লড়াই এই ম্যাচে হারলেই প্লে-অফ থেকে ছিটকে যাবে গৌতম গম্ভীরের কলকাতা।তবে নাইটদের জন্য বড় আতঙ্ক ঘূর্ণিঝড় রোয়ানু।
এমনিতেই গুজরাত লায়ন্সের কাছে হারের পরে আতঙ্ক ঢুকে পড়েছে কেকেআর শিবিরে। কেকেআর মালিক শাহরুখ খান অবশ্য আশাবাদী তাঁর দল প্লে অফের লড়াইয়ে থাকবে। তবে ম্যাচ তো আগে মাঠে গড়াতে হবে।শনিবারের ম্যাচ হকে কিনা তা বলা আদো কঠিন। তবে ম্যাচ মাঠে গড়ানোর জন্য শেষ টাইম পর্যন্ত অপেক্ষা করবে ম্যাচ রেফারিরা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ বাংলা ভাসবে রোয়ানু সাইক্লোনে। রবিবারের ম্যাচটা কলকাতার কাছে ‘ডু অর ডাই’। আর এই পরিস্থিতি বজায় থাকলে একটা বলও হয়তো গড়াবে না ইডেন গার্ডেনে।তাই ঘূর্ণিঝড় রোয়ানুর উপর নির্ভর করছে কলকাতার ভাগ্য।
২১ মে ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই