সোমবার, ২৩ মে, ২০১৬, ১২:৪৫:৪০

আমার ঘর কই?

আমার ঘর কই?

অথই সাগরে ভাসে তরী,ফিরে আসে তীরে
অচেনা পথে উড়িয়া পাখি,সন্ধ্যায় ফিরে
নিজে হাতে গড়া তার, আপন নীড়ে,
আমি কোন পথের পথিক আজ
কি  ছিলো আমার পরিচয় ভব তরে
কষ্টের দেয়ালে কীটপতঙ্গের আগ্রাসন
আমার বিবেক খাচ্ছে কুড়েকুড়ে।

হৃদয় জমিনে ভূমিকম্প অনুভূত হয়
রিক্টার স্কেল, পারেনি মাত্রা নির্ণয় করতে
উঁচু নিচু প্রাসাদ গুলো ধ্বসে পড়ে
তার নিষ্ঠুর পাস্তুরিত কম্পনে,
আগ্নেয়গিরির দাবানল,পোঁড়াচ্ছে মনবৃক্ষ
তুষারপাতে জমাট বেঁধেছে পথে প্রান্তরে
আমি অসহায়ের মত ঘুরি বনে বনে।

দেখি রাজপথে রক্ত স্রোতের গঙ্গা
রক্তের হোলি খেলা,নেশায় পেয়েছে
নেশাখোরের নেশা মেটায় সস্তা লাশে,
আমার মায়ের কষ্ট হয়নি বুঝি, আমায় জন্ম দিতে!
স্বার্থসাধন বুঝি সন্তানহারা মায়ের চোখের জলে
ধর্ষিত বোনের, ভাই কাঁদে কবরের পাশে।

এদেশ আমার এ মাটি আমার
লুটেরা আজ নিচ্ছে সব লুটে
ত্রাসের রাজত্বে আর কত বসবাস
শেয়াল শকুনের দল খাচ্ছে ছিঁড়ে
আমার বোনের তাজা দেহ
এটা কোন স্বাধীন দেশে বাস।

দেশ গড়ার অঙ্গীকার নিয়ে
পবিত্র গ্রন্থ ছুঁয়ে বারবার শপথ লই,
সবাই যদি আসে ফিরে নীড়ে
তবে আমার ঘর কই?
কবি: তারেক হাসান
২৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে