শনিবার, ২৮ মে, ২০১৬, ০২:১৩:৪৭

“দূর থেকে কাছে”

“দূর থেকে কাছে”

পাঠকই লেখক: আমি দূর... থেকেই বুঝতে পারি
তোমার হৃদয়ের কথা,
দূর থেকেই অনুভব করি
তোমার আদর মাখা স্পর্শ
অনুভব করি ফেলে আসা স্মৃতি।

দূর থেকে আমার বিসর্জন
দূর থেকেই তোমায় আমন্ত্রণ
আমার কাছে আসার।

তোমার মধু মাখা হাসি
আবচেতন মনে খুঁজে ফিরি চাঁদের রথে।

দূর থেকেই করি প্রার্থনা
যা কিছু সুন্দর তোমার সুভ কামনায়।

যুগল নয়নে অস্তমিত সূর্য
দূর থেকেই দেখি স্তব্ধ সময়ে,
দূর থেকেই ভালবাসার কথোপকথন,
একটুখানি সময় তোমার সাথে।

না বলা কথা দূর থেকে ভেসে আসে
দূর থেকে আবেগ স্পষ্ট,
দূর থেকে খুব কাছে দুজন
দূর থেকেই দূর তোমার আমার কষ্ট।

লেখক: মুহাম্মদ শাহাদাৎ হোসেন
২৮ মে,২০১৬/এমটিনিউ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে