রবিবার, ২৯ মে, ২০১৬, ১২:২৯:৩০

প্রবাসের পথে পথে

প্রবাসের পথে পথে

আমি দেখেছিলাম নেপালের কাঠমান্ডু

নকশী আঁকা শহরের, নান্দনিক কারুকার্য

সে কবেই ভুলে গিয়েছিলাম তারে

হঠাৎ আজ স্মৃতির দরজায় কড়ানাড়ে।

আমি গিয়েছিলাম ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপে

দেখেছিলাম নয়ন ভরে, সাগরের পাড়ে

লিখেছিলাম নাম, সমতলের বুক চিরে

প্রশান্তি পেয়েছিলাম শুয়ে বালুচরে।

আমি দেখেছিলাম মালয় সাগরের উত্তাল ঢেউ

প্লাম বাগানের সেই সারি সারি সুদীর্ঘ লাইন,

মালেক্কার সেই সাজানো দৃশ্য,আমাকে

করেছিলো সত্যিই মুগ্ধ,ভুলেনি এ মন।

আমি দেখেছি মালদ্বীপের, দ্বীপঘেরা শহর

ভ্রমণ পিপাসুরা কাটায় সেখানে শখের প্রহর

ছোটছোট বিমানের আনাগোনা যাত্রী সবাই

উঠানামায় লাগেনা কোন বিমানবন্দর।

আমি দীর্ঘ বসবাস করেছি,স্বপ্নের শহরে

চিরবসন্তের দেশে, অতি ভালবেসে

আপন করে নিয়েছিলাম তারে শ্রমিকের বেশে,

ঘুরেছি সে শহরে, দেখেছি কত কি

হাতের স্পর্শ আছে সেথায় কতনা

বিলাসীদের বিলাসীতার প্রাসাদে।

আমি ঘুরেছি চীন প্রযুক্তির দেশে

তারা বুঝেনি অনেকে আমার কথা

আমি মুগ্ধ হয়েছি তাদের স্বদেশ প্রেম দেখে,

কত প্রদেশ সাজিয়েছে তারা নতুন আঙ্গিরসে

দ্বীপ্তময় রজনী দেখেছি আমি বেইজিং এ বসে।

আমি সে পথেই গিয়েছিলাম হংকং

সেখানে দেখেছি আরও কত দেশের লোক

বহিঃ মিশ্রিত দেশে আমি হতবাক,মুগ্ধ আচরণে,

আমি বলিবো তাদের কোন এক বিবরণে।

আমি দেখেছি ফিলিপিনে দক্ষ লোকের মহড়া

আবার দেখেছি সেথায় কিছু মলিন চেহারা,

আমি হতবাক তাদের কালচার দেখে

নির্মমতার শিকার সেদেশের মেয়ে।

আমি গিয়েছিলাম ভারতে,মনের সারতে

কত দৃশ্য লোপাট হয়ে গেছে অজান্তে

দেখেছি আগ্রা তাজমহল, ভেবেছি বারবার

এতো বেশি ভালবাসা কেন দরকার।

আমি ছুঁয়েছি ভুটানের উঁচু নিচু পাহাড়

ভয়ে কেঁপেছিল প্রাণ আমার বিমানে উঠানামা দেখে

মনে হয় পাহাড় পর্বত ভেদ করে যাচ্ছি নিচে নেমে।

আমি গিয়েছিলাম অস্ট্রেলিয়া, মাটিতে

রাখিতে পারিনি আমার পা,

ভাগ্যে আমায় দেয়নি সাড়া, সেদিনের ভীতি

আজও আমায় স্বপনে করে তাড়া।

আমি আজও ভালোবাসি, সেই না দেখা শহর

আমি আশায় বেধেছি বুক, কোন এক রাতে,

এভাবেই ঘুরেছি আমি স্বপ্ন কুয়াশার বুকে

বিলাসীতায় প্রবাসের পথে পথে।
কবি: তারেক হাসান
২৯ মে ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে