বছর ঘুরে আবার দেখো রোজা এসেছে
চারিদিকে সেহরী খাওয়ার ধুম পড়েছে।
সারা দিনে সময় করে সবাই পড়ে কোরআন
রেডিও টি ভি মসজিদে ঘরে সবাই শুনে বয়ান।
পাঞ্জে গানা নামাজ সবাই পুরো করিতে চায়
শান্ত ভদ্র থেকে সবাই পুণ্য ছুটে না যায়।
ইফতার তৈরিতে ব্যাস্ত বউ, তৈরী করে বুট ,লাচ্ছি পেয়াজু
সারাটা দিন চায় যে সবাই থাকে যেন অজু।
তারাবী র ওই দীর্ঘ নামাজ করে নাতো কাবু
আসো সবাই নামাজ পড়ি , রোজা রাখি
ইসলাম ধর্ম, ইসলামের নাম করি উঁচু।
মানবতা,মনুষত্ব্য বোধ জেগে উঠুক প্রাণে
শুধু উপবাস নয়, ইসলামের কালেমা সত্যি
প্রমান করি আমলে, ঈমানে।
ইবাদতে থাকুক আল্লাহ আর তার রাসুল
মাহে রমজানের পবিত্র মাসে দোয়া যেন হয় কবুল।
ভুলে যাই হিংসা, ভুলে যাই বিবাদ
ক্ষমা কারী আল্লাহ মহান ক্ষুন্ন না করি নবীর সম্মান ,
আবারো এসো সবাই বলি, "মোবারক হো মাহে রমজান'।
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিংগাপুর প্রবাসী)
৫ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস