সোমবার, ০৬ জুন, ২০১৬, ০২:৩৮:১৫

প্রত্যাখ্যান

প্রত্যাখ্যান

পাঠকই লেখক:

বরং সম্পর্কটা নিলামে উঠিয়ে দাও,
তার বদল কিনে নাও দুঃখ
এমন প্রত্যাখ্যাত হৃদয় এর আগে নিলামে উঠেনি
আশা করি চড়া দাম পাবে।

কাল অব্দি কেউ জানেনি,
আমরা পরস্পরকে চিনতাম কিনা এবং,
ভাঙ্গনে তলিয়ে গেছি অনেক আগে।

অথবা,
দুঃখের বদলে কিনে নিতে পারো নিকোটিন
আগুনে পুড়িয়ে স্বপ্নগুলো গিলে নাও, উড়িয়ে দাও স্মৃতিভস্ম।
যেনো আমরা কখনোই পাশাপাশি বসিনি,
কখনোই চুম্বনে লিপ্ত হইনি।

মদের গ্লাসে ডুবিয়ে রাখি প্রেম,
ক্রমশ গাঢ় নীলে রুপান্তর প্রেমেরও বর্ণ আছে!
মদ কি প্রেম আরো গভীরে টেনে নেয়?
নেশার ঘোরে ভাবতে থাকি--
আমরা কি একা থাকতে শিখেছিলাম?
আমি-তুমি?

আমাদের সম্পর্ক নিলামে উঠেছে--
এইভেবে সবুজ ঘাস হলুদ হয়েছে।
দেয়ালের ফাঁকের যে চড়ুই দেখেছে আমাদের প্রেম,
তারাও আজ চলে যাবে বলে ভেবে নিয়েছে।

সাজানো ছোট ঘরটায় থম থম পরিবেশ,
হিমাদ্রীর চিৎকার-"ওটা ছুঁয়ো না,
ওটা আমার'' শুনে, জানালার বাইরে মৃদু হেসে ঘাসফড়িং উড়ে যায়।
মূলত, ওটা আমার দেয়া প্রথম চিঠি
যেটা আজ প্রত্যাখ্যাত।

শেষ দেখায় একবার বলতেই পারতে,
'এখনো ভালোবাসি'।

এবং,
কেউ কখনো জানবেও না,
আমরা ভুল করে হৃদয়টা ফেলে গেছি।
লেখক-তাসলিমা রুম্পা

৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে