সোমবার, ০৬ জুন, ২০১৬, ০৯:৫২:১৯

হে মানুষ তুমিও প্রস্তুত থাকো

হে মানুষ তুমিও প্রস্তুত থাকো

যে ভাবেই মারা যাই, মাটি চাপা দেবে কবরে।

জঙ্গির গুলিতে, আততায়ীর গুলিতে, অচেনা অজানা লোকের ছুরিকাঘাতে

আপনজনের দেয়া কষ্টে, হৃদ যন্ত্রের ক্রিয়া হয়ে, কর্ম ক্ষেত্রে দুর্ঘটনায়, বসে,ট্রেনে ,

বিমানের দুর্ঘটনায়, হতে পারে ফাঁসিতে, নয়তো পানিতে ডুবে ,কে জানে?

অসুখে বিসুখে বার্ধ্যক্যে মৃত্যুতো  হবেই আমার।

 

এসেছি ভবে ,যেতে হবে একদিন, কি ভাবে হবে মৃত্যু আমার জানতেও পারবো না

কোন মৃত্যুই নাকি অস্বাভাবিক নয়! সব আল্লাহর হুকুমেই হয়।

এসেছি তার হুকুমে, যাব তার হুকুমে এটাই বিশ্বাস ।

 

তবে আজকালের মৃত্যু গুলি, মানুষ নামের অমানুষের হাতে  মৃত্যু গুলি

দুর্ঘটনার মৃত্যু গুলি ভাবায়, ভীষণ ভাবায়, কোন জগতে আছি ?

সময়ে না অসময়ে মৃত্যু আমার, উত্তর জানা নেই

যে ভাবেই মারা যাই, ধ্রুব সত্য, মৃত্যু অবধারিত আমার,

হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধেই না অমানুষের হাতেই মৃত্যু হবে আমার।

 

মঙ্গলে  নয়, চাঁদের দেশে নয়, পৃথিবীর নামের গ্রহের মানুষ নাকি এলিয়েনের রাজ্যে আছি

মানবতাহীন, পশুর রাজ্যে মৃত্যুর অপেক্ষায় থাকি, এই বুঝি নেবে

আমার প্রাণ, আমার  সন্তানের প্রাণ, আমার প্রিয়তমার, পিতামাতার, প্রিয়ও জনের প্রাণ !

শংকায় না থেকে প্রতিদিন, শেষ দিন, প্রতি মুহূর্ত শেষ মুহূর্ত

আজরাইল নয় চিহ্নিত নামের অচিহ্নিত পশু

কিংবা জানোয়ারের হাতেই, মানুষের জঙ্গলেই হবে শেষ বিদায় !

হে মানুষ তুমিও প্রস্তুত থাকো, আমার মৃত্যুর খবরে তালি বাজাতে  !
৬ জুন ২০১৬, এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে