বুধবার, ০৮ জুন, ২০১৬, ০৬:২০:৪৩

ব্যতিক্রমী অর্থনীতি

ব্যতিক্রমী অর্থনীতি

চাহিদা বাড়লে যোগান বাড়ে
অর্থনীতির সুত্র
তাই বলে কি খাদক খাবে
ধাঁড়ী ছাগীর মুত্র ?

বড় দিনের চাহিদায়
সান্তা ক্লজ আসে
ফাগুন মাসে যুবক হৃদয়
ফুলে ফুলে ভাসে।

খুনির সংখ্যা বাড়লে পরে
যোগান বাড়ে অস্ত্রের
আদিম যুগে ফিরলে তবে
কমবে চাহিদা বস্ত্রের।

ঘরের বালা কাননে যায়
অর্থনীতির দায়ে
লোহার মরচে ঝরে নাকো
চা চামুচের ঘায়ে।

পরশ পেলে লজ্জাবতী
হারায় তাহার লজ্জা
জাতি হারায় মূল্যবোধ
পঁচলে মগজ মজ্জা।

চাহিদা মতন যোগান হলেই
হয়নাকো প্রবৃদ্ধি
আসল সূচক জি ডি পি নয়
নৈতিকতা আর শুদ্ধি।
কবি: আব্দুল মান্নান
৮ জুন,২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে