একজন সরকার মাঠে নেই ,আরেক সরকার উদ্বিগ্ন!
আল্টিমেটাম দিয়ে হয় কি লাভ !
মরুক তনু, মরুক মিতু , সবই হত্যা জঘন্য !
কাঁদে স্বজন, ব্যাথিত পরিজন
জীবন লয়ে চলছে তামসা, কেউ করে প্রহসন।
ফ্যাশন ,হিজাব কে বলো নিরাপদ !
উম্মাদ হয়ে গেছে হত্যাকারী, উলঙ্গ তরবারী করে নিনাদ !
রক্তাক্ত পথ ঘাট, বাড়ি ঘর অনিরাপদ মাতৃ জঠর
টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলায় শুধু মৃত্যুর খবর !
কোন সরকার কখন হবে সক্রিয়, বলা বড় মুশকিল
লাইন চ্যুত হয়ে মুখ খুললেই, প্রতিবাদ করলেই লেগে যাবে সিল!
সময় বুঝে হবে প্রতিবাদ হোক যতই নগন্য ,
মানুষের জীবন- মৃত্যুর পরিমাপ হয় কিসে ?
সকল হত্যাই জঘন্য, জঘন্য জঘন্য !
ঘৃনা জানাই হত্যার, সকল হত্যায় করে যাই তীব্র প্রতিবাদ
আমজনতা আমি,নই কোন সরকার ,
নই কোন কর্মকর্তা মানবাধিকারের
নই কোন চাটুকার ক্ষমতাসীনের !
কোন লাশ হলো শহীদ ,কোন লাশ নাস্তিকের
আস্তিকের লাশ পাবে কি জান্নাত বলতে পারে কে?
চাই মানবতা ,নয় হত্যা ,মনুষত্ব্য আসুক ফিরে
লাশের মিছিল থামছে না
তবে কি আছি মৃত্যুপুরীতে !
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
৮ জুন,২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস