সোমবার, ১৩ জুন, ২০১৬, ০৭:১২:১৩

হাসো

হাসো

হাসো হাসো হাসো, অট্ট হাসিতে হাসো, উল্লাসে হাসো
তোমাদের জয়ে হাসো, মাটিতে লুটিয়ে, আকাশে উড়ে,
পানিতে ভেসে হাসো।
আমার পরাজয়ে হাসো, হাসার সময় তোমাদের
কারণ আমি তোমাদের মতো ছদ্ম বেশী এই ধরণীর কীট নই।
স্বার্থের জন্য কখনো উর্ধাঙে কখনো নিন্মাঙে বলি না কথা
তোষামোদিতে পশ্চাতের আবরণ করিনা খোলাসা,
কখনো ডান, কখনো বাম,
কখনো হেথায়, কখনো হোথায় করিনাকো কাহারে কুর্নিশ!

হাসতে দিলাম, হাসো, হাসো উল্লাসে হাসো
শেখাতে আসিনি, শিখতে এসেছি বন্ধু
স্বার্থের জন্য সাজি নাকো নট, পৃথিবীর আচরণ বড়ই উদ্ভট!
বুঝা দায়, কে বিশ্বাসী, কে শঠ!
কি দিয়াছি, কি নিয়াছি করিনাকো হিসাব তোমাদের মতো পাই পাই
দুদিনের দুনিয়ায় আমি মুসাফির, তোমাদের পুরো জগতটাই!

হাসো হাসো হাসো, ভাবছো আমার পরাজয়, হাসছো তোমার জয়ে
হা হা হা, হা হা হা হাসো
মনে রেখ কোন দিন তোমার, তোমাদের চোখে অশ্রু এলে
আমি হাসবো নাকো।

আমি কাঁদতে এসেছি, কাঁদাতে নয়, হাসাতে এসেছি হাসতে নয়
বুকের কষ্ট বুকেতে চেপে, চোখের অশ্রু সঙ্গী করে
তুষের আগুন বুকে নিয়ে কিছু শান্তির বার্তা,
কিছু সুখ স্বপ্ন দেখাতে চেয়েছি
তাই হয়তো অপরাধী তোমাদের কাছে।

ফাঁসিতে ঝুলাবে, ঝুলাও, মেরে ফেলবে মারো
পিছন থেকে নয় সামনে থেকে বুকের মাঝে
 যেখানে নরম মনটা,সেখানে মারো।

ভালোবাসতে বলো না নতুন করে,
যে ভালোবাসা দিয়েছো প্রতিদান দিচ্ছি নয়নের জলে।
আমার অন্তিম যাত্রায় ভুলে কফিনের আচ্ছাদনে
 লাল সবুজের পতাকা দিও না ,যোগ্য নই আমি  
তোপধ্বনি পাবে না শেষ যাত্রা,হয়তো পাবে না জানাজা
কোথায় হবে মৃত্যু জানা নাই যে !
হতে পারিনি দেশ প্রেমিক, নই একাত্তরের মুক্তি যোদ্ধা,
শহীদি দরজা  পাবে না কভু অধমের আত্মা।
সব খেতাব,পদবী একালের- সেকালের সব রয়েছে তোমাদের জায়গীরে !
কটা দিন সম্ভ্রম নিয়ে যদি বাঁচা যায় এই ক্ষীন আশা বিধাতার তরে।

হাসো হাসো বন্ধু বান্ধব প্রিয়জন হাসো
হাসাতে এসেছিলাম,হাসি না হোক আমার প্রাপ্তি
চোখের জল, মনের কষ্ট লুকিয়ে রেখেছি অন্তরে যা ছিল শুধুই আমার।

হাসো হাসো হাসো
মাটিতে লুটিয়ে, অট্ট হাসিতে হাসো
হাসি থাক তোমাদের,কান্নার নোনা জল শুধুই আমার।
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
১৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে