সুমি সৈয়দা:
দীপ্ত মহিমা ধারন করে,
সুগভীর স্বপ্নের সিঁড়িতে দাঁড়িয়ে,
বর্ণালী আলোর রোশনি ছড়িয়ে সবুজ,
তুমি আছ ভূপৃষ্ঠের বুক মাড়িয়ে।
অবসন্ন শব্দহীন আনমনা বিষাদ,
তারুন্যের প্রান্জল ছায়া সুধায় নিদ্রাহীন,
আঁধার অসাড় অবেলায় পুরাতন,
কষ্টের না পাওয়া খেলায়।
অভিষ্ঠ লক্ষ্যে অবিরাম চলতে থাকা,
আলোকিত আগামীর বাড়ানো দ্বারে,
অলস দুঃখ চুরমার করে সবুজ,
এগোতে থাকো সফলতার নির্ঝরিনী পাড়ে।
কবি:সুমি সৈয়দা