মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০১:১৯:৪২

দাঙ্গাবসান

দাঙ্গাবসান

আমাদের মাঝে নিত্য দাঙ্গা
পায়না রেহাই জল ও ডাঙ্গা
নিত্য বিরোধে ,
বাঁকা কথার ভীষণ ঝড়
এ বার বুঝি ভাঙ্গল ঘর
কে কাহারে রোধে ,
ঘরে দুটি কচি চারা
ঘরের কোনে কাঁপছে তারা
কচি মনের বোধে ।
বাবা শত্রু ,মা বৈরি
করেনা সুসন্তান তৈরি
বলেছি বিরোধী পক্ষকে ,
সদা সন্ত্রস্ত ভীত আঁখি
কেমন করে উড়বে পাখি
কাটলে তাদের পক্ষ কে ?
চমকে উঠে অভিমানী
শান্ত হলো আমার রানী
বিদায় দাঙ্গার যক্ষ কে ।
কবি: আব্দুল মান্নান
(কাল্পনিক পরিস্থিতি বিবেচনায় লিখিত)
১৪ জুন ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে