সোমবার, ২০ জুন, ২০১৬, ১২:৩৩:১১

আমার আকাশ কার্বন ক্লান্ত

আমার আকাশ কার্বন ক্লান্ত

আমার আকাশ কার্বন ক্লান্ত
বাতাস মুমূর্ষু দূষিত ,
কংক্রিট বিদীর্ণ মাটির পাঁজর
ডিজিটাল নামে ভূষিত ।
কোথায় গেল অ্যানালগ সুখ
মাইক্রোসফট চিপসে বিমলীন
বাহিরে তার ফটোগ্রাফিক মুখ
কোরকে বিষ ফর্মালিন ।
বাতায়ন জুড়ে কাগজের ফুল
অরিগ্যামি বনসাই ,
কাননের ফুল দানবে খেলো
মাধুরী গেলো তাই ।
আধুনিক থেকে অত্যাধুনিক
হয়েছে কুয়োর ব্যাঙ
কোরান পুরাণ মিথোলোজী আজ
মগজে বিগ ব্যাঙ ।
কবি: আব্দুল মান্নান
২০ জুন ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে