মঙ্গলবার, ২১ জুন, ২০১৬, ০৮:১১:২৯

অভিমান

অভিমান

এইতো সেদিন দেখা হলো
নিউ মার্কেটের মোড়ে,
তুমি যাচ্ছো রিক্সায় চড়ে
বললে আমায় কেমন আছো
একটু হাত উঁচু করে!

আমার ভালমন্দ জেনে কি বা লাভ
ভালবাসা তো পাইনি, কারো কাছে
পেয়েছি শুধু ভালবাসার নামে
মন দেউলিয়ার এক অভিশাপ।

ব্যর্থ হয়েছি বারবার
বুঝাতে মনের ভাষা,
মরীচিকার পিছে ছুটেছি শুধু
নিরর্থক ছিল যত আশা।

কখনো দেয়ালে ঠেকাই মাথা
কখনো ধরি পাগলের ভান,
মনের আবেগে বলি বারবার
তোমার জন্য উৎসর্গ করিবো
এই অধমের প্রাণ,
আমি অপেক্ষায় থাকি আজো
শতবর্ষেও ভাঙ্গিবে কিনা!
আমার প্রতি, তোমার সেই অভিমান।
কবি: তারেক হাসান
২১ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে