বিবেকের তারাজুতে যাচাই করি নিজেরে
কে আমি, কি আমি, কোথায় ছিলাম, কোথায় যাবো?
খেলোয়াড় খেলে যায় ,কেউ খেলা সাজায়, দর্শক তালি বাজায় !
ট্রফি তুলে দেয় হাতে ,কেউ হাসে ,কেউ কাঁদে !
হৃদয়ের গভীরের ক্ষত গুলি ফুলে ফেঁপে উঠে দুর্জন হেসে যায়,
কবি ফেঁসে যায় ! ভবের মেলায় অসম প্রতিযোগিতায় !
কবি দেখে, সব দেখে, কখনো প্রতিবাদ করে
কলমের কালিতে কাগজের পাতায়, কখনো নির্বাক চেয়ে রয় !
বুকের পাঁজড়ে অস্থির মস্তিষ্কে
হৃদয়ের রক্ত ক্ষরণে লিখে যায় বেদনার নীল চিঠি।
কবি নিজেই পড়ে নিজেকে লেখা ,
অপাংতেয় ,অবাধ্য চিঠি,কাব্যের কাব্যতায়
সুগভীর কষ্টের নাব্যতার পরজয়ের সাতকাহনের ডায়রী !
প্রতিটি শব্দে, প্রতিটি বাক্যে, প্রতিটি পংতিতে
খুঁজে বেড়ায় ভুল গুলি, যা একান্ত নিজের!
সমাজের বুকে কেন কবি উপেক্ষিত ?
অসামঞ্জস্যতার মাত্রা তাড়াশে যন্ত্রণার কষ্টি পাথরে!
বিবেকের তারজুতে নিজেই পরিমাপ করে নিজেরে !
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
২২ জুন,২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস