একদিন মাটির পৃথিবী ছেড়ে,
যাবিরে তুই ওই না মাটির ঘরে,
মাটির দেহ ওরে মাটি বুঝে নিবে।
বাবার ওরষে জন্ম নিলি মায়ের জঠরে,
নয় মাস থাকলি ওরে মায়ের দেহের ভিতরে।
শিশু কাল কাটলো তোর মায়ের কোলেতে,
হাঁটতে শিখলি ওরে, বাবার আঙুল ধরে।
কৈশর কাটলো মাটির বুকে উচ্ছল দুরন্তপনায়,
যৌবণ কাটালি ওরে শুধু উম্মাদনায়।
প্রেমে পাগল যেথায় সেথায়,
নতুন মানুষ নিয়ে এলি বিয়ের ছলানায়
জীবন কাটলো অবিশ্বাসে এক বিছানায় ,
সুখে থাকার অভিনয় শুধুই প্রতারনায়!
নতুন শিশু জন্ম দিলি মাটির পৃথিবীতে
ভালোবাসা বিহীন সন্তান যে মানুষ হয় না রে।
সন্তানের ভবিষ্যত সাজাতে, হয়ে উঠলি কৃপন,
ভুলে গেলি বাবা মায়ের ঘাম আর দুধের ঋণ ।
দেশ বিদেশ ঘুরে ফিরে, স্বপ্ন দেখিস কতো,
লোক দেখানো ভালোবাসায়, লেবাজ তুমি রাখো!
বয়স কালে উদাস থাকো, বুড়া হইলে পুরানো ভূলে শুধুই তুমি কাঁদো।
মাটির কাছে ফিরে যাবার সময়, যদিও নাই নির্ধারিত,
বুড়া বয়সে মাটির ঘরের, ভাবনায় শুধু থাক।
পিতা হারা, মাতা হারা এতিম তুমি, নিলে বিদায় মাটির পৃথিবী থেকে
কি লাভ হলো জীবন জুড়ে মানুষ ঠকিয়ে।
লেবাস নিয়ে মানুষের কাছে ধার্মিক সেজে ছিলে,
ভালো মন্দ সব কিছুই, আল্লাহ দেখেছে।
এসেছিলে একা চলে গেলে একা, ধরণী ছেড়ে মাটির ঘরেতে,
অর্থের নেশায়, আভিজাত্যের নেশায়, ক্ষমতার নেশায়, প্রতিষ্ঠার নেশায়,
মিথ্যা বলেছ,অন্যায় করেছ, ধোকা দিয়েছ,
স্বামী, স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, ভাই ভাইয়ের সাথে,
সন্তান পিতা মাতার সাথে খেলেছ লুকুচুরি, বন্ধু হয়ে বন্ধুর করেছ ক্ষতি
রাজ আসনের নেশায় করেছ খুন,হত্যা কতো কিছু
টাকার নেশায় নিয়েছ তুমি মরীচিকার পিছু!
অহংকারে পড়েনি পা মাটিতে,
ঠিক একদিন যেতে হবে মাটির ঘরে,
এ দেহ পঁচে গলে মিশে যাবে মাটিতে
মিছে মায়ার এই সংসার রয়ে মাটির পৃথীবিতে।
একদিন মাটির পৃথিবী ছেড়ে,যাবিরে তুই ওই না মাটির ঘরে,
মাটির দেহ ওরে মাটি বুঝে নিবে।
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
২৩ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস