আমায় কষ্ট দিয়ে সুখী হতে চেয়েছো
হতে পারোনি, সুখী হতে পারো নি।
নিয়েছো খুঁজে তুমি নতুন সাথী
করেছ আমার প্রেমের সমাধি।
ভুলে গেছো অনুরাগের সেই বর্ষার রাত
জোত্স্না রাতের সেই স্মৃতি, স্বর্ণালী প্রভাত
সবাই কি সুখী হয় কষ্ট দিয়ে,
প্রেমের স্মৃতি ভুলে গিয়ে,
সুখী হতে চেয়েছো, হতে পারো নি,
সুখী হতে পারো নি।
সুখ কি পাওয়া যায় কষ্ট দিয়ে?
সুখ কি আসে বলো দমকা হাওয়ায়?
সুখ কি আছে বলো প্রতারণায়?
সুখতো জানি আমি স্বর্গের মেওয়া।
তোমার সুখের তরে ছেড়েছ আমায়
দু:খ তোমার দেয়া শ্রেষ্ট উপহার!
তুমিও আছো কষ্টে দূরে গিয়ে
আমার প্রেমের সমাধি করে!
ফেলে আসা সুখের ক্ষন,আজ শুধুই স্মৃতি
ফিরে আসুক তোমার সুখ,
বিধাতার কাছে এই মিনতি।
আমি না হয় স্বপনেই গড়ব, প্রেমের তাজমহল
বালিতে বাঁধব আমার ভালোবাসার ঘর।
ঝড় এসে ভেঙ্গে দিলো বিবাগী এই মন
ভুলিতে চাইলেই বুকের মাঝে জ্বলে তুষের আগুন!
তুমি আছো সুখ পিয়াসী, যন্ত্রনার অনলে
কষ্টের চিতা আজ আমার হৃদয় গহীনে!
আমায় কষ্ট দিয়ে সুখী হতে চেয়েছ
হতে পারোনি,সুখী হতে পারো নি।
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিংগাপুর প্রবাসী)
২৬ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস