সোমবার, ২৭ জুন, ২০১৬, ০১:২৮:১৪

অট্টালিকার সুখ

অট্টালিকার সুখ

সিমেন্টের আস্তরে, নিপুন হাতে
নানান রং-এ সাজাই অট্টালিকার বুক,
সুখীজন ভাসে সুখের প্রলয়ে
ক্লান্ত দেহে খুঁজি দূর প্রবাসে
কোথায় এই শ্রমিকের সুখ?

যদিও রঙ্গিন আলোয় সাজায় এ শহর
নীরবে কাটে বেদনার প্রহর
ভাগ্যে নিয়ে খেলা হয়, ছিনিমিনি
অন্ধের মত দু'চোখ করে বন্ধ
বোবার মত, চিৎকার করি
হারিয়ে ফেলি জীবনের ছন্দ।

যে শহরে রয়ে গেছে আমার মত
ঘৃণ্য শ্রমিকের হাতের ছোঁয়া
বিচরণ ভূমিতে, দু পায়েরছাপ,
এ হাতের কর্ম ভালো মুখে মুখে
সুখবিলাসী মানুষের কাছে
শ্রমিকের ঘাম এক অভিশাপ।

ঘৃণিত জীবনে, ঘুমের আবেশে
নিস্তব্ধ রাতে বন্ধ হয়ে আসে দু'চোখ,
কখনো চাইবোনা আর আমরা
হে শহরবাসী-ঐ অট্টালিকার সুখ।
কবি: তারেক হাসান
২৭ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে