পাঠকই লেখক : কিছু বলতে চাই, তবে একজনের জন্য কোনো ভাষা খুঁজে পাইনা! আজ যখন শুনলাম আর্জেন্টিনার ফাইনাল খেলা, তখন মনেমনে চাইছিলাম আর্জেন্টিনা জিতুক শুধুমাত্র মেসির জন্য, আবার কেনো জানি মনে হলো "না, আর্জেন্টিনা না জিতলেই ভালো, কারণ একটাই, এদেশের কিছু অতি আবেগপ্রবণ আর্জেন্টাইন ও ব্রাজিল ফুটবল প্রেমি আছে, যারা কিছুতে কিছু হলেই, এমন তীর্যক ভাষায়(গালাগালি) কথা বলে, যার দরুন ফেসবুকে আসাটাই দায় হয়ে যায়।
তাই ভাবলাম আজকে যদি আর্জেন্টিনা জিতে তাহলে তারা ফেসবুক থেকে শুরু করে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভাবে লেখালেখি করবে, যেটা ব্রাজিল সমর্থকেরা মেনে নিতে না পেরে খারাপ ভাষায় কমেন্ট এবং পোষ্ট করবে, যেটা রমজানে মর্যাদাকে ক্ষুন্ন করবে বলে আমি মনেকরি, তাই একটু হলেও চাইছিলাম আর্জেন্টিনা হারুক, আর যখন আর্জেন্টিনা হারলো আর মেসির চোখের পানি পরতে লাগলো তখন কিছু বলার, লেখার বা অনুভব করার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তখন বারবার দুঃখ ভারাক্রান্ত অন্তরদেশ থেকে সকল আন্তজার্তিক কাপকে উদ্দেশ্য করে বলতে ইচ্ছে করতে ছিলো, তোমাদের দূর্ভাগ্য, কারণ ফুটবল ইতিহাসের অন্যতম একজন শ্রেষ্ঠ খেলোয়াড়ের হাতের ছোঁয়া থেকে তোমরা বঞ্চিত।
শেষ একটা কথা বলি, বস তুমি অবসর নিওনা, কারণ তোমার খেলা দেখে বলেই মনে হয় নেইমার অনেক ভালো খেলে। তোমার খেলা দেখি বলেই মনে হয় তোমার সাথে রোনালদোকে তুলনা করা যায়, কিন্তু তুমি তো অতুলনীয়। তোমার খেলা দেখি বলেই ফুটবলকে এত সুন্দর লাগে। ফিরে আসো জাদুকর, এখনো আমরা তোমার অপেক্ষায়।
লেখক : আরিফুল হক, ব্রাজিল সমর্থক।
২৮ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস