পাঠকই লেখক: নতুন ইতিহাস নাকি ভুলের পুনরাবৃত্তি? এই হিসেব নিয়েই গতকাল (সোমবার) স্টেডিয়াম কিংবা টিভির পর্দায় বসেছিলেন লক্ষ-কোটি আর্জেন্টাইন সমর্থক। কিন্তু হায় একি হলো? খেলা শেষে সবাই চুপ। দলের হার, মেসির ‘অবসর’। তাই সেদিন এক রাশ কষ্ট নিয়েই স্টেডিয়াম কিংবা টিভির পর্দা ছাড়তে হয়েছিল মেসি ভক্তদের।
এদিন শতবর্ষী কোপার ফাইনালে চিলির বিপক্ষে খেলতে নেমে শুরুতেই বেশ ছন্দময় দেখা যায় আর্জেন্টিনাকে। যদিও প্রথমার্ধেই দুই দল ১০ জনে পরিণত হয়েছিল। এছাড়া মেসির হলুদ কার্ডের কারণে কিছুটা ভীত দেখায় মেসিকে। দ্বিতীয়ার্থেও সেই গোলশূন্য। তাই অতিরিক্ত সময়ের আশ্রয় নিতে হয়ে রেফারিকে। কিন্তু তাতেও সমাধান মেলল না। তাই টাইব্রেকারেরই নিষ্পত্তি। আর তাতেই কপাল পুড়ল আর্জেন্টিনার। ঘটল ঘটনার পুনরাবৃত্তি। অর্থাৎ শতবর্ষী টুর্নামেন্টে টাইব্রেকারে ৪-২ গোলে হারে আর্জেন্টিনা।
আর তার পরই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেয় মেসি। সেদিন ম্যাচ শেষে মেসি বলেছেন, 'নিজের সঙ্গে বারবার কথা বলেছি এবং অনেক মানুষও এমনি চায়। আমি সত্যিই ক্লান্ত। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই এই সিদ্ধান্ত নিতে হল, কর্তৃপক্ষ বিবেচনা করবেন।'
মেসির এই অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে আহ্বান জানান দেশটির কিংবদন্তি খেলোয়াড় ম্যারাডোনাও। তিনি বলেন, 'মেসি ফিরে এসো, দেশকে তোমার এখনো অনেক কিছু দেওয়ার বাকি। তোমার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ খেলা উচিত। আশা করি তুমি থাকবে এবং রাশিয়া বিশ্বকাপে গিয়ে চ্যাম্পিয়ন হবে।'
কিন্তু অবসর ঘোষণার পর থেকে মেসি চুপ। তার পক্ষ থেকে আসেনি কোন বার্তা। ফিরে আসতে একের পর এক অনুরোধ জানাচ্ছেন সতীর্থরা। বাদ জাননি দেশটির প্রেসিডেন্টও। সবার একটাই কথা মেসি তুমি ফিরে এসো।
এদিকে মেসির এই অবসরের ঘটনায় হৃদয় ছুঁয়েছে বাংলাদেশি সমর্থকদেরও। তারাও যেন মেসি অবসর শোকে মাতম। চায়ের কাপ কিংবা বন্ধ মহলের আড্ডার বিষয় আর্জেন্টাইন এই মহা তারকা। দল-বল নির্বিশেষে সবাই চাইছেন, মেসি তোমার এখনো অনেক কিছু দেওয়ার বাকি। প্লিজ তুমি ফিরে এসো।
বিশ্ব জুড়ে মেসি ভক্তরা চাচ্ছেন মেসি অন্তত ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত দলকে সময় দেন। আবার অনেকে চাচ্ছেন দল হারুক সমস্যা নেই । তার পরও তুমি ফিরে এসো দেশীয় ফুটবল আঙিনায়।
লেখক: আরিফুর রাজু
সাংবাদিক।
২৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর