বুধবার, ২৯ জুন, ২০১৬, ১২:৫৯:৩৩

অভিশপ্ত সুখ

অভিশপ্ত সুখ

কষ্টের বিলাসিতায়
হামাগুড়ির জীবন।
অনিশ্চিতার মাঝে
প্রবাসের দিন রাত্রি।

কখনো সখনো মনের ভুলে
যখন বলো ভালোবাসি,
দাক্ষিন্য ভেবে
ঠোঁটের রেখায় আসে
অস্ফুট মৃদু হাসি।

পরিহাস আর কতো?
অর্থের কাছে জিম্মি জীবন!
একাকীত্ব নিত্য সঙ্গী,
হৃদয় শুষ্ক মরুভুমি
হায়েনার রক্ত চক্ষুতে
কবির কবিতা!
কবিতা যে প্রেয়সী আমার,
অশান্ত মনে অবিশ্বাসের ঘর!

কেউ যখন বলে সুখী আমি
আমি বলি,
হ্যাঁ , এ আমার 'অভিশপ্ত সুখ"
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিংগাপুর প্রবাসী)
২৯ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে