বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৯:১৭:০২

ঐশির মুক্তি চাই !! প্রসঙ্গে বলতে চাই....

ঐশির মুক্তি চাই !! প্রসঙ্গে বলতে চাই....

সাদির হোসেন রাহিম: আমি লেখক জব্বার আল নাঈমের সাথে একাগ্রতা প্রকাশ করে বলতে চাই বাবা মাকে খুন করার অপরাধে, সাজাপ্রাপ্ত ফাসির আসামি ঐশির মুক্তি চাই।।।

আমরা যারা ঐশিকে বর্তমান সমাজের নরকের কিট বলে আক্ষা দিচ্ছি,,, আমরা কখনো কি ভেবেছি ঐশির মত অপরাধীরা নরকের কিট হওয়ার জন্য কে বা কারা দায়ী।
কিন্তু কেনো, তারা আজ সমাজের সকলের কাছে ঘৃনার পাত্র?

তারা তো মায়ের পেট থেকে অপরাধী মাদকাসক্ত হয়ে জন্মগ্রহন করেনি। যার এ বয়সে জীবন কে সুন্দর ভাবে গড়ে তুলার জন্য থাকার কথা স্কুল কলেজে,,,, তাকে কেনো আজ অপরাধী হয়ে কারাগারে মৃত্যুর দিন গুনতে হচ্ছে।

আমরা কেউ কোনো অপরাধ করলে তাকে নর্দমার কিট,, দেশ ও জাতির অভিশাপ বলে তাকে তিরস্কার করি।। কিন্তু কখনো কি ভেবেছি কেন সে আজ অপরাধী ,,? সে তো অপরাধী হয়ে পৃথিবীতে আসেনি।।।
এটা কি কখনো ভেবেছি তার এই অপরাধী হওয়ার জন্য আমাদের আজকের এই সমাজ এবং পরিবেশ দায়ী। সমাজ কি তাদের দিতে পেরেছে একটি সুস্থ সুন্দর জীবন।

এক শ্রেনির কিছু অসাধু চক্র তাদের নিজেদের স্বার্থে আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য। ঐশির মত তরুন তরুনীদের জীবন কে ঠেলে দিচ্ছে,, অন্ধকারের দিকে। মাদকের মত সর্বনাসা জিনিষকে ছড়িয়ে দিচ্ছে, যুব সমাজের মধ্যে। যুব সমাজ তাদের ছত্র ছায়ায় নেশায় আসক্ত হয়ে পড়ছে,, শুধু তাই নয় তারা নেশার টাকা জোগাড় করতে,, ভিবিন্ন ধরনের ছোট খাটো অপরাধ থেকে শুরু করে অনেক বড় বড় অপরাধ করতে কোন দ্বিধাবোধ করেনা। এমন কি ঐশির মত বাবা মাকে খুন করতে ও তারা একটু ও দ্বিধাবোধ করেনা। তখন তারা হয়ে ওঠে হিংস্র,,,কিন্তু তখন আমরা এটা ভাবিনা তাদের এই হিংস্রতার জন্য কারা দায়ী,,,?

মানুষ সৃষ্টির সেরা জীব। দেহে মনে প্রানে মানুষকে থাকার কথা অপূর্ব। মহান আল্লাহ তায়ালা মানুষকে আত্ম শক্তিতে বলিয়ান করে তার মধ্যে মেধা ও বুদ্ধির সমন্বয় ঘটিয়ে তাকে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা সব মানুষের মধ্যেই বিদ্যমান। তবে কেন মানুষ, অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে,,?

এর কারন আমাদের এই সমাজ আজ নর্দমার পচাঁ জলের চেয়েও নোংরা হয়ে গেছে,। এই নোংরামির বেড়া জালে আটকিয়ে যাচ্ছে ঐশির মত টগবগে তরুনরা। ঐশির মত মাদকাসক্ত অপরাধীরা শুধু মাত্র মাধ্যম হিসেবেই ব্যাবহার হচ্ছে।

তাহলে তো মূল অপরাধী হচ্ছে আমাদের এই সমাজ। একটি সন্তান জন্ম নেয়ার পর তাকে মানুষ করার দায়িত্ব তার পিতা মাতার,,, কিন্তু যারা পথে ঘাটে পিতৃ মাতৃ পরিচয়হীন ভাবে বেচেঁ আছে তাদের মানুষ করার দায়িত্ব কার,,?
তাদের কি হাওয়ায় ভেসে পৃথিবীতে আগমন ঘটেছে---?
নিশ্চয় না। নিশ্চয় তাদের ও একজন জন্মদাতা আছে বা ছিল, তাহলে তারা আজ কোথায়,,,?

যে মমতাময়ী মা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। পৃথিবীতে মায়ের চেয়ে আপন নাকি কেউ হয় না। তাহলে তারা কেমন মা..? যে মায়েরা ক্ষনিকের আনন্দের জন্য বিয়ের আগে সন্তান দের জন্ম দেয়। আবার জন্মের পর রাস্তার পাশে ফুটপাতে ফেলে চলে যায় লোক সমাজের ভয়ে। জন্ম নেয়া শিশুটির কি অপরাধ ছিল..? তার কি এটাই অপরাধ সে কোন এক পাপের ফসলের অংশ বিশেষ। তার কি কোন সামাজিক অধিকার নেই..? সে যখন বেড়ে ওঠে তখন আমাদের সমাজ তাকে হাতিয়ার হিসেবে ব্যাবহার করে।
তার দ্বারা তখন ভিবিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। আস্তে আস্তে হয়ত সে কোন কুখ্যাত মাফিয়া ডন খুনী হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু তার কুখ্যাত মাফিয়া ডন খুনী হওয়ার জন্য দায়ী কে...? নিশ্চয় সে না।
আমাদের এই সমাজ বড়ই অদ্ভুদ।

যাই হোক, আমি এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গেছি। আসলে আমরা একবার ও কি ভেবেছি ঐশির মত মাদকাসক্ত অপরাধীদের কে, তাদের নিজ চিন্তা চেতনা কে জাগ্রত করে, তাদের কে সুস্থ সবল করে, তাদের সুস্থ জীবন দ্বারা বজায় রেখে মানব কল্যানের দিকে ধাবিত করতে পারিনা। পৃথিবীতে আজও এমন অনেক ইতিহাস আছে যারা বড় বড় অপরাধ থেকে মুক্তি পেয়ে,, মানব কল্যানে কাজ করে, নিজেদের উৎসর্গ করে গেছে। নিজেদের পৃথিবীর কাছে স্বরনীয় বরনীয় করে রেখে গেছেন।

অতএব, সব শেষে বলতে চাই ঐশির মত সকল অপরাধীকে নয় তাদের অপরাধ কে আমাদের ঘৃনা করা উচিত। এবং ঐশির মত সকল মাদকাসক্ত অপরাধীকে সাজা দিয়ে নয়, তাদের সুস্থ সুন্দর ধারার জীবন যাত্রা উপহার দিয়ে, তাদের কে দেশ ও জাতির কল্যানে কাজ করার সুযোগ করে দিতে হবে। তাহলেই আমাদের দেশ সমাজ এবং জাতিকে তারা একটি সুন্দর সোনার বাংলা উপহার দিবে।
বি:দ্র:  সম্পাদক দায়ী নয়
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে