এখন শুধুই ছুটে চলা চঞ্চলা মোর বাড়ির পানে,
ডাকছে আমায় সেই মেঠোপথ ছুটছি আমি নাড়ির টানে।
যন্ত্রজীবন যন্ত্রণাঘন স্বপ্ন হেথা বড্ড নোনা,
শিকড় নড়ে শিকর ঝরে তাইতো ফেরার প্রহর গোনা।
অট্টালিকায় আকাশ আড়াল আটকা চারদেয়ালের ঘেরে,
শুষেছে সব বুনো শৈশব পলক কেবল অলক ছিড়ে।
ল্যাম্পপোস্টের নিরস ঝলক ঝলসে দ্যায় ঐ শশীর হাসি,
নিষ্প্রাণ এই "প্রাণের গাদা" ভৃত্যশালী বীণ বিনাশী।
নাহ! আমি আর চাইনে হেথা তিষ্টিতে আর একটি প্রহর,
ঘাঁট বেঁধেছি ছাড়ব আজি (স্মৃতির নয়) এ ভীতির শহর। (শরীফুল ইসলাম)