বুধবার, ০৬ জুলাই, ২০১৬, ১২:৪২:১০

কষ্টের শিরোনাম "আমি প্রবাসী"

কষ্টের শিরোনাম

আমি প্রবাসী এসেছি দেশে,ঈদের খুশি করতে ভাগা ভাগি

প্রিয়জনের মুখের হাসি ,দেখতে আমি ভালবাসি .

এক যুগ পর এসেছি ঈদে,মায়ের মুখের হাসি দেখিতে।

 

বাবার সাথে যাবো ঈদ গাহে

ঈদি দেবো দীর্ঘ দিন পর কাছে পাওয়া

কন্যা ভগ্নী ভ্রাতা ভাগ্নে আপন জনদের।

দাদা দাদীর কবর করবো জিয়ারত

বধুয়ার অপেক্ষার সাময়িক অবসান।

নানা নানু মা বাবা মামা মামী চাচীদের করবো সালাম

আপনজনদের কতদিন পর কাছে পেলাম।

 

শুকরিয়া খোদা তোমার অশেষ রহমত

দিয়াছ মোরে অপূর্ব নেয়ামত।

আজ হাসি মোর ঠোঁটের কোনে

কষ্ট হচ্ছে এই ভেবে কদিন পরে

আবার প্রবাসে যাব ফিরে।

 

অশ্রু সিক্ত হবে আঁখি,আবার আমি দেব ফাঁকি

নিজেই নিজের সাথে।

ক্ষনিকের আনন্দ ফুরিয়ে যাবে

ম্লান হবে  আপনজনদের ঠোঁটের হাসি।

 

অর্থের প্রয়োজনে জানিনা কত দিন

থাকবে  নামের সাথে সেই কষ্টের শিরোনাম

 "আমি প্রবাসী।"

কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে