বুধবার, ০৬ জুলাই, ২০১৬, ০৯:৩২:১৬

ঈদের আনন্দে বুকটা ফাইটা যায়, কৈ রাখি কারে কই

ঈদের আনন্দে বুকটা ফাইটা যায়, কৈ রাখি কারে কই

পাঠকই লেখক : দুয়ারে এসেছে ঈদ। একটি বছর পড়ে। কি আনন্দ কি আনন্দ! এ কি আকাশে বাতাসে ধরে। প্রাণ শিহরায়, অন্তরে আনন্দের হিল্লোল। নদীর কলতান। পাখির কলবর। ফুলের মিষ্টি হাসি সবই যেন আজ মোর অন্তরে।

ঈদের আন্দন্দে বুকটা ফাইটা যায়। কৈ রাখি কারে কই। পুলকিত মন নিয়ে পড়ি স্মৃতির ধ্যানে। কতই অনাবিল আনন্দের ঈদ এসেছে দুয়ারে। দেখে এলাম বাঁকা চাঁদ। চাঁদই দিয়ে দিলো আনন্দের বার্তা।

সিয়ামের মাস শেষে আজ ঘরে ঘরে ঈদ। ঈদের আনন্দে মাতোয়ারা। ধনী, গরিব সবাইকে একই বন্ধনে বেঁধে দেয় ঈদ। একই কাতারে দাঁড়িয়ে নামাজ শেষে বুকের সাথে বুক মিলিয়ে চলে আলিঙ্গন।

ঈদগাহে মেলে প্রাণের মেলা। কে আশরাফ কে আরফাত? সবাই তো মুসলমান। মুসলিম মোরা সবে ভাই ভাই। লেখনীর তালে তালে এই পণ করি ভাই। আমার মত তোমাদেরও হৃদয়ে কি আজ এত আনন্দ? তবে জানিয়ে দিইও বন্ধু। (লেখক-মাসুম বিল্লাহ, ঢাকার মগবাজার থেকে)   
৬ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে