শুক্রবার, ০৮ জুলাই, ২০১৬, ১০:৩৪:৫৪

বাবর আলী পেরেশাণ!

বাবর আলী পেরেশাণ!

ক্ষমতার লড়াইয়ের চেয়ে এই মুহুর্তে চাই একতা
কুর্সিতে দৃষ্টি নয়,দৃষ্টিতে আসুক,মা,মাটি,দেশের মমতা,
ধর্মের শান রক্ষায়,মান বাঁচাতে ভুলে যাই ভেদাভেদ,
সময়ের প্রয়োজনে চাই একতা,
চাই সমঝোতা,চাই না বিভেদ।

সিংহাসন কার, কে স্বৈরাচার,,কে নির্বিকার!
মানুষ মরছে ,রক্তের নহর বইছে এটাই সমাচার!
 খেলছে কে,হারছে কে, জিতছে কে?
কে বিকার গ্রস্থ, কে অক্ষম অথুর্ব!

কে বগলে,কে সিঁথানে,
কে উঠানে দেখার সময় নয় যে এখন।
দেখা দরকার, বুঝা দরকার,জানা দরকার
কোনটা আসল,কোনটা প্রহসন
মগজের ধোলাই কেন চরমে এখন!
কে করছে,কেন করছে, ধুম ধাড়াক্কা,খুনের আয়োজন?

কেন এতো ধোঁয়াসা,গ্রীষ্ম,বর্ষায় কেন শীতের ঘন কুয়াসা!
জন্মভুমিতে কার পড়েছে কালো দৃষ্টি,কে করে অনাসৃষ্টি
কার হচ্ছে লাভ,কার হচ্ছে ক্ষতি,কার হচ্ছে দুর্গতি!
সত্য বলার আছে কি কেউ?
বলবে যে,মরবে সে,নির্বাক হয়ে দেখে যাও,
চুপি চুপি সয়ে যাও,করে যাও, উফ আহ,
বুকে ধড় ফড় নিয়ে বলে যাও স্বাধীনতার কি সুখ
বাহ বাহ বাহ!

সুশীলের কেন কুশীল আচরন?
মিথ্যার উপর কেন সত্যের আবরন?
ভাবা প্রয়োজন,মাতৃভুমিতে কঠিন সময় এখন।
কার চোখে টিনের চশমা,কার হাতে দাবার গুটি
কে ছক আঁকছে,কে চাল দিচ্ছে,
কার চোখে জল,কেন চারদিকে ছড়ানো ধুম্রজাল!

কে কুশীলব,কে করে অভিনয়,কে পরিচালক,
 কে নাটের গুরু বুঝিবার নাই উপায়
কখনো ফাঁকা মাঠে,ভীড়ের মাঝে
কখনো গোলমালে, কে ফায়দা লুটে যায়?

শত্রুর নাকি মিত্রের গলায় পড়ে ফাঁসির দড়ি,
কেউ কি জানিবার পায়?
কেমন করে খাঁচার বন্দী, নাটকীয় প্রাণ হারায়!
কোথায়? কোথায় আবার,
সবাই জানে বাবর আলী বলিতে না চায়।

স্বাধীনতা কে হরছে হরণ,অকালে কার হচ্ছে মরণ!
কিসের অভিশাপে জীবণ অভিশপ্ত?
কেন মন আর মগজ সাদাই উত্তপ্ত?
এক নদী রক্ত দিয়ে কেনা স্বাধীনতায়
পড়েছে কার লোলুপ দৃষ্টি।
কে আসিছে শাসিত আমায় ,
কে এসে গেছে কে আছে রাস্তায় !
অঘটন ঘটন পটিয়সীর কেন দূর দৃষ্টি।

এসেছে কি খানে দজ্জাল শুধু,কোথায় ইমাম মাহদি?
এসেছে কি রাবণ আবার,কেন আসেনি রাম?
রক্তের পিপাসায় মেতেছে যারা,তারা কারা,
হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান নাকি শুধুই মুসলমান?
আজব ব্যাপার ইহুদি, নাসারা  অগোচরে থেকে যান!

ধ্বংস করে ইরাক,উত্তপ্ত করে ময়দান
ভুল ছিলো বলে কারা, পার পেয়ে যান!
কিসের নেশায়, কারা, বিশ্ব জুড়ে খেলিছে ইসলাম লয়ে
মীরজাফর পাশে রেখে স্বাধীনতা কি রক্ষা হবে?

বাংলার বুকে একাত্তরের একতার প্রয়োজন,শান্তির প্রয়োজন
ভোগে নয় ত্যাগেই আসুক সুখ, হোক এক নব জাগরণ।
 ভেবে দেখ জনতা ,হোঁদল,ভোঁদলের লড়াইয়ে,যাচ্ছে কার জীবণ?
রক্তের লড়াই লড়াচ্ছে কে? করছে কে বড়াই, কে করতে চায় আগ্রাসণ?
বাবর আলী তোমার কি ভাবার আছে প্রয়োজন।
এতো সব ভেবে ভেবে বাবর আলী কেন হও পেরেশাণ।
মনে রেখ,
ধৈর্য্য চাই,শান্তি চাই,খুন,হত্যা নয় সমাধান।
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিংগাপুর প্রবাসী)
০৮ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে