শুক্রবার, ০৮ জুলাই, ২০১৬, ০২:০৪:১৭

অস্ফুট কান্নার জল

অস্ফুট কান্নার জল

তোমাকে হয়তো কোনদিন দেখাতে পারবোনা
অস্ফুট কান্নার জল
তবু জেনো কেউ একজন
কেঁদেছিল তোমার জন্য।
সে কান্না হয়তো অঝোর ধারা
বৃষ্টির মত ছিল না
সে কান্নার স্বাদ নোনা ছিলনা
ঘ্রাণ ছিল না
ছিল না তাতে মেকি কিংবা নাঁকি
ছিল - নাড়ি ছেঁড়া ভূমিষ্টশিশুর
প্রথম কান্নার মতো
হেসেছিলে তোমরা প্রাণোল্লাসে
কেঁদেছিলাম শুধু একা আমি
নীরবে, নিভৃতে
যেমনটি আজো বহমান।
তোমার জৈবিক জ্বরের মনোপোজে
বিলাসবহুল জীবনের স্বাদ ফুরিয়ে আসবে একদিন
দেশ বরেণ্য হাসপাতালের নিবিড় কক্ষে
সেদিন তুমিও কাঁদবে
আমার দীর্ঘশ্বাসে কপোল গড়িয়ে পড়বে
তোমার বিশ্বাসঘাতক ক্লিওপেট্রা চোখের
অভিশপ্ত দু'ফোটা জল।
কবি: অ্যাড. সোহেল এমডি রানা
০৮ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে