শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ১০:৪৬:১০

ফিরে এসো রক্তের নেশা ছেড়ে

ফিরে এসো রক্তের নেশা ছেড়ে

পোশাক পরিবর্তন করলেই কি
 লুকিয়ে রাখা যায় কলঙ্ক !
 খুনী ,খুনীই , নাম যাই দাও ,
জঙ্গী ,সন্ত্রাসী,কিলার  সকলেই হত্যাকারী।

মাদ্রসা আর মক্তব,স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয়,
জীবন জীবিকার শিক্ষালয়
কিন্তু  সবচেয়ে বড় মনুষত্ব্য,বিবেকের শিক্ষালয়,
যেখানে মানবতা কথা কয়।

হও  ধর্মের প্রতি সহনশীল ,
 ভক্তি না হোক নয় ধর্মের প্রতি অসম্মান নয়  
নিজ ধর্মের দ্যুত্যিতে জ্যোতিতে বুঝতে হয়
তোমার ধর্ম শান্তির ধর্ম,অশান্তির নয় ।

কে উস্কে দিয়ে তোমাকে বুজতে হবে
 জানতে হবে,ভাবতে হবে
হে যুব সমাজ পৃথিবীর কল্যানে
নিয়জিত করো নিজেরে
ধ্বংসে নয়,মেতে  উঠো  সৃষ্টির উল্লাসে।

ধর্মীয় বাণী থেকে খুঁজে নাও শান্তির পথ
ফিরে এসো রক্তের নেশা ছেড়ে
হে তরুণ ফিরে এসো ,হে মানুষ ফিরে এসো
খুন ,হত্যা ছেড়ে ফিরে এসো।


তোমার বিশ্বাস ,তোমার ধর্মের  বিনাশে
চলছে বড় ষড়যন্ত্র ,তোমাকে বানিয়ে যন্ত্র
বুঝোনা শক্তি মহা শক্তি প্রদর্শনের তন্ত্রমন্ত্র !
ফিরে এসো ঘরে ,ফিরে এসো
তোমার আপন জন কাঁদে তোমার জন্যে।
মায়ের চোখে জল ,বাবা নির্বাক ,বোন চেয়ে আছে পথ।

মানুষ হত্যা করে বেশি দিন টিকে থাকা যায় না।
 যারা মানুষ হত্যা করে ইতিহাস তাদের ঘৃণা করে ,
ঘৃণা করবে  যত দিন রবে  এই পৃথিবী।
হত্যায় হবে তার শেষ পরিণতি !

ফিরে এসো রক্তের নেশা ছেড়ে ,
ফিরে এসো মায়ের কোলে
এসো শান্তির পথে চলি।
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে