শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ০২:৫৬:১৬

পোড়া মনে দহন

পোড়া মনে দহন

কতো দিন
চোখ বেয়ে আনন্দ অস্ত্রু ঝরে না
শুধু কষ্টের অস্ত্রু থামে না!

লজ্জায় চোখ লুকাই,লজ্জায় মুখ লুকাই
নিজেরে লুকিয়ে রাখি, মনের খাঁচায়!
অন্তরের গভীর ভালোবাসার বন্ধ দরজায়,
মনের আঙ্গিনায় বসে,নিজেরে শুধাই!
কি এমন সয়েছি যাতনা
পেতেই হবে নিসকন্টক বুকের জমিন খানা!

হে মন ক্ষমা করিস না মোরে, কেন পোড়াই তোরে!
প্রতি মুহুর্তের আঘাত সইতে না পেরে
বিবেকের আদালতে সাক্ষ্য দিয়েছিলাম
সে আমায় ভালোবাসে না, প্রতারণা করে!

বলতে ভুলে গিয়েছিলাম, তাকে ভালোবাসিরে
সে অন্তত মুখে জানরে,সোনারে বলেরে,
একি ভালোবাসা নয়রে!
যতোই বলুক আরো ক'জনারে
তার মাঝে আমি আছিরে।

ও মন, এ ও কম কিসে,ও সুখী করে কতো জনারে!
তার কি চাই ভালোবাসা,তার চাই গতর খাটা টাকা!
তার চোখে টাকাই ভালোবাসা!
ভালোবাসা শুধু অভিনয়,শুধুই মরীচিকার খেলা।

মন ক্ষমা করিস মোরে
তারে ভালোবেসে পোড়াই তোরে!
পুড়ে অঙ্গার তুই,যন্ত্রনায় কবি
পোড়া মনের ভালোবাসার দহনে!
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিংগাপুর প্রবাসী)
১৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে