সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ০৫:২২:২৬

কাপুরুষের মৃত্যু যেন শ্রেয়

কাপুরুষের মৃত্যু যেন শ্রেয়

এক ফোটা বিষ দিয়ে আমায় কেউ মেরে ফেলো
নিয়ে নাও চিরকুট,দায়ী তুমি, তোমরা নও।

এই পৃথিবী আবাস যোগ্য নয় এখন আর আগের মতো
খুনী, মানুষ খেকো, জঙ্গী যারা আছো রক্ত পিপাসু
নিয়ে নাও ছুরিতে,বুলেটে,গাড়ির চাকায়,গ্রেনেডে এই জীবণ।
মানসিক চাপে বড় কষ্টে কাটে প্রতিক্ষন।

বীরের মতো বাঁচার চেয়ে
প্রতিমুহুর্তের মৃত্যুর চেয়ে, কাপুরুষের মৃত্যু যেন শ্রেয়!
আশার বানী এখন শুধুই কাগুজে
হতাশাই যেন বাস্তব কবির জীবনে!

চারদিকে মৃত্যু ক্ষুদা,বেঁচে থাকার লড়াইয়ে
জীবণ যুদ্ধে পরাজিত সৈনিক অকবি ,
জবাব দিহিতা অকবির অকবিতার!
অর্থের বিনিময়ে স্বীকৃতি বড়ই নির্মম বেদনার।

সংসার,কর্মস্থল,পথ ঘাট, প্রান্তর,প্রকৃতি আজ অপ্রকৃতিস্থ
অর্থ,প্রতিপত্তির কাছে পরাজিত জীবন,
প্রেম,ভালাবাসা,মমতা আজ দুষিত অবিশ্বাসের বিষ বাস্পে
কর্মজীবনে চাটুকারীতার নগ্ন উল্লাস
দেশপ্রেমে ঘুনেধরা চেতনা,ধর্ম নিয়ে ব্যাবসার ভ্রান্ত বিলাস!

ক্রমেই বিবেকের রক্ত ক্ষরন অস্থির মস্তিস্কে
রক্তে নিকোটিনের বিষাক্ত ধীর লয়ের আক্রমন
মদিরার আহ্বানে নুপুরের ঝংকার প্রলুব্ধ করে!
মনুষত্ব্যের কুরবানী নিজ হাতে, উম্মাদানার চুড়ান্ত পর্যায়ে আছি
কি করে বলি" মরিতে চাহিনা সুন্দর ভুবনে"!

কি হবে ভেবে, পরিবার,পরিজন,সমাজ, সংসার,দেশ আর ধরনী লয়ে
এ ভালো কেউ আমায় খুন করো,বিষ দিয়ে,ছুরির আঘাতে,
বুলেটে,গ্রেনেডে,গাড়িতে, না হয় আগুনে,
বুকের চিন চিন ব্যাথায়, উচ্চ রক্ত চাপেও হতে পারে মরণ আমার,
কবে কখন জানা নেই
চলে যেতে চাই তার আগে কিন্তু আত্মহত্যা যে মহাপাপ!
পাপী হয়েও এ পাপ চাই না! সুইসাইডাল মরন চাই না!
তাই কেউ আমায় বিদায় করো,
চিরকুটে লিখে যাবো দায়ী তুমি,তোমরা নও
কারন আমি জানি,তোমরাই শক্তিশালী
তোমাদের বিচার হবার নয়,
আমার মৃত্যুর দায় না নিলে কিবা ক্ষতি হবে তোমার,তোমাদের!

তোমারদের চাইতেইও আরো বড় খুনী আছে
যারা ভালোবেসে হাসতে হাসতে মারে
ক্ষত স্থান ক্ষত করে, তিলে তিলে মারে!

ঘরের শ্রত্রু বিভীষণ,
পলাশীর বেইমানমীরজাফর আলী খাঁ,
মোস্তাক গং কি করে মেরেছিল বঙ্গ বন্ধু শেখ মজিবর রহমানকে?
চট্টগ্রাম সার্কিট হাউজে জিয়াউর রহমানকে?
একাত্তরের রাজাকারের কথা মনে আছে?

কাছের গুপ্ত ঘাতকের হাতে মরার চেয়ে, তোমরাই মারো
হে খুনী,সন্ত্রাসী,চাঁদাবাজ,জঙ্গি যারা আছো
চিরকুটে লিখে যাবো দায়ী তুমি,তোমরা নও!

আমিও নই,দায়ী কে?
সে কথা থাক জেনেও অজানা, বরাবরের মতো আড়ালে!
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিংগাপুর প্রবাসী)
১৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে