নেইতো মা তুমি পাশে
চোখের পানি বুকটা ভাসে,
সকাল বিকাল কাজের শেষে
থাকতাম যদি তোমার পাশে,
আছে যতো কষ্ট গ্লানি
মুছে যেতো এক নিমেষে।
অদূর দূরে আছি মাগো
কাজের নেইতো শেষ,
তোমায় ছেড়ে ভালো থাকার
হয় না পরিবেশ।
প্রবাস জীবন মাগো আমার
বীষের মতো লাগে,
এত কষ্ট এই প্রবাসে
বুঝিনিতো আগে।
মাগো তুমি আমার প্রিয়
দুর থেকে আমার ভালবাসা নিও ।
শরিফ মজুমদার।
প্রবাসী ওমান।
কবি: শরিফ মজুমদার
১৮ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪.কম/এইচএস/কেএস