এনে দে সুখ পালঙ্ক
সোনায় মোড়ানো চাদর,
রাজ সিংহাসন সাজিয়ে দে
দেখিবি আমার কত কদর।
আমি বিলাসী হতে চাই
বিলাসিতায় রাজ্য করিবো শাসন,
প্রজাদের সুখ কেড়ে নিয়ে
সুখ প্রাসাদে,করিবো বিলাসী জীবনযাপন।
কেড়ে নিবো,প্রজাদের অন্ন
যুবতী কন্যার,করিবো বস্ত্রহরণ,
অনাহারে চিৎকার করিবে বোকার দল
খুঁজিবেনা ইজ্জত হারানোর কারণ।
দিবসে অট্টহাসি খোলা ময়দানে
রাতে বাইজীর নৃত্যে মাতোয়ারা,
শরাবের নেশায় উন্মাদ হবো
সুখ বিলাসী নেই, আর আমি ছাড়া।
অহেতুক করিবো যুদ্ধ ঘোষণা
রক্তপাত দেখিতে সাজাবো রণক্ষেত্র,
নিরপরাধ কে করিবো বন্দি,
চিতায় পুড়িয়ে গন্ধ নিবো
গঙ্গার জলে ভাসিয়ে ছাই
করিবো পুনরায় নতুন সন্ধি।
ধর্মের কথা শুনিবো না আর
দেখিবো না কোন পাগলের হাসি,
নরকের পথে হাটিতে থাকিবো
তবুও আমি স্বর্গবাসী।
মরণের সাথে করিবো আলিঙ্গন
পুষ্পকাননে থাকিবো বার মাসি,
পৃথিবীর বুকে লিখে যাবো নাম
চিৎকার করে বলবো আমি বিলাসী।
কবি: তারেক হাসান
২০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস