আলিফ উর রহমান: খুউব মনে পড়েছে তাকে খুউব! এক দুই করে টানা ছত্রিশ টি মাস তার অনুপস্থিতি হৃদয়ে তুলেছে হাহাকার! দিন গুণে চলেছি এক দুই... করে এক হাজার পঁচানব্বই, আর মাত্র কয়েকটা দিন, ফুরিয়ে আসলো অপেক্ষার পালা। মনে পড়ছে খুব সেই দিন গুলোর কথা, আশার আলো নিয়ে এসে স্বপ্ন দেখতে শিখিয়েছে সে ! যদিও তার ঘনঘন খামখিয়ালিপনায় কষ্ট পেয়েছি আবার তার যাদুময়ী পরশে ভুলে গিয়েছি সব কষ্ট, আনন্দ উল্লাস রং মাখামাখি কতকিছু হয়েছে তার সাফল্যে। কিন্তু তার শেষ আঘাত টা ছিলো ভয়াবহ কষ্টের যা তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে অনেক দূরে ! তার ফিরে আসার জন্য অপেক্ষা করেছি প্রতিটা দিন প্রতিটাক্ষণ! তার ফিরে আসার আভাসে আজ আনন্দে পুলকিত হৃদয় মন ! ভুলি কেমনে সেই দুর্দিনে সর্বোচ্চ প্রতিকূলে সে ধরেছে হাল তুলেছে পাল ছুটিয়েছে তরী , সাথীরা তার মুখ থুবড়ে পড়তো সবসময় তার মাঝে সে একাই তরী নিয়ে গেছে বন্দরে | এনে দিয়েছে সাফল্য হয়তো মাঝেমাঝে কিন্তু তখন সাফল্য বলতে ঐগুলোই তো ছিলো শুধু! তিনি সেই প্রিয়জন, প্রথম প্রেম বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার্স্টার দেশের ক্রিকেটের আশার আলো আশার ফুল মো: আশরাফুল | তার হাত ধরেই ভালো কোন কিছুর রেকর্ডে বাংলাদেশ ও তাঁর লাল সবুজের পতাকা জ্বলজ্বল করেছে সবার শীর্ষে, রেকর্ড টি হলো সবচেয়ে কম বয়সে টেস্ট ম্যাচ সেঞ্চুরি যা আজও রয়েছে শীর্ষে। হালের T20 ক্রিকেটেও তার ২০ বলে ফিফটি T20 তে একটা সময় দ্রুততম ফিফটির তালিকায় এক নম্বরে ছিলো হোক না তা কয়েকটা দিনের জন্য। এখনো দেশের হয়ে ক্রিকেটের তিন ফরমেটেই এক নম্বরে আছেন তিনি দ্রুততম ফিফটি কারীদের তালিকায় | বর্তমানের ফ্লাট ব্যাটিং স্বর্গে ব্যাট করেও তালিকা থেকে তাকে ছিটকে দেওয়া সম্ভব হয়নি | বাংলাদেশের সর্বকালের সেরা এই স্ট্রোক মেকার এন্ড ম্যাচ উইনার আবারও ফিরবে ধারাবাহিক ফর্ম নিয়েই ফিরবে এই প্রত্যাশায়
রয়েছে তার অগণিত ভক্তকূল।
হৃদয় মন জয় করেছো তো আগেই এবার প্রত্যাশা পূরণের পালা,
তোমার জন্য অপেক্ষায় আছে বিশ্ব বিজয় মালা।
জ্বলবে এবার আশরাফুল, স্বপ্ন দেখে ভক্তকুল।
২১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস