বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ০১:৪০:২০

মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো এক পাষণ্ডের প্রতি !

মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো এক পাষণ্ডের প্রতি !

যে মায়ে তোমায় , করেছে লালন ,দিয়ে বুকের ওম
সেই মাকে কিনা ,পাঠিয়ে দিলে , বিজন বৃদ্ধাশ্রম
যারি দয়ায় ,এইনা ধরায় ,দেখলে আলোর মুখ
সে আজিকে , বোঝা তোমার ,সুখেতে অসুখ।
বুকের শুধা ,পান করেছো , বিনা কর আর খাজনায়
উজাড় করে , দিয়েছে মা , তোমার সুখে সাজনায়
তোমার চোখে ,স্বপ্ন মায়ের ,তাহার চোখের মনি
মায়ের সেবা ,করেছে যেবা ,দো জাহানের ধনী
এক বিন্দুও , ঘুমাতে না , না বুলালে গায়ে হাত
খাইয়ে তোমায় ,কেটেছে মার ,অভুক্ত কত রাত।
আমগাছ থেকে , পড়ে যখন , ভাঙ্গল তোমার হাড়
চিকিৎসা তোমার , করালেন বাবা , বিক্রি করে ষাড়
নিশি জাগন , ভিক্ষা মাগন ,তোমার শুভ সুস্থতায়
সেই ছেলে ,আজ ফেললে , মাকে চরম দুঃস্থতায় ।
তোমার চোখে , রঙ্গিন গ্লাস , মায়ের চোখে ছানি
করবে হারাম ,জান্নাত তোমার , অন্ধ চোখের পানি
হায় নরাধম ,অধমের অধম ,একদিন হবি বৃদ্ধ
তুইও যাবি , বৃদ্ধাশ্রমে , তোর নিয়মে সিদ্ধ।
কবি: আব্দুল মান্নান
২১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে