শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০৭:৩৬:৫৮

ক্রীতদাসের হাসি

ক্রীতদাসের হাসি

হোক লাঞ্ছনা, হোক গঞ্জনা
ক্রীতদাসের ঠোঁটে  সর্বদা হাসি !

 যে দিন থেকে ভালোবাসলাম
বিক্রি হয়ে গেলাম ভালোবাসার কাছে ,
দায়িত্ব কর্তব্য আছে যে দিন থেকে বোধ করলাম
বিক্রি হয়ে গেলাম দায়িত্ব কর্তব্যের কাছে ,
যে দিন থেকে প্রেম বুঝলাম ,কারো জন্য  কেঁদে উঠলো মন
সে দিন থেকে প্রেমের কাছে বিক্রি হলাম !

জীবনটাকে যে দিন ভাগ করে দিলাম  ,
যে দিন থেকে 'হৃদয়টা দিয়ে দিলাম কারো হাতে
সে দিন থেকে বিক্রি হয়ে গেলাম বন্ধনের কাছে।
বন্ধুত্বের কাছে কৃত দাস হলাম বন্ধুত্বের !
বিশ্বের ক্রীতদাস,জন্মভূমির ঋণের ক্রীতদাস
দেশ প্রেমের কৃত দাস ,রক্তের বিনিময়ে কেনা
স্বাধীনতার ক্রীতদাস!

কর্মে  যেদিন  যোগ দিয়েছিলাম সে দিন থেকে হয়ে গেলাম
মাস কাবারি কৃত দাস ,প্রতি দিনের  ক্রীতদাস!
বছরের পর বছরের ক্রীতদাস !
মালিক বদলায় ,ক্রীতদাস সেই পুরানো ক্রীতদাস !

সময়ের কাঁটা সেকেন্ড ,মিনিট ,ঘন্টা দিন রাত
আহ্নিক গতি ,বার্ষিক গতির আবর্তে ঘুরছে
শুধু যন্ত্রণার ভূগোলে ঘুরছে ক্রীতদাস!

গোলামীর জিঞ্জিরে বাঁধা শেকল পরা পায়ে হয় রক্তপাত
শেকল ভাঙার গান নিস্ফল !
ত্রিশ দিনের ,বছরের ক্রীতদাস তড়পায়
সুবহে সাদিক থেকে মধ্যে রাত প্রভুর গুন্ কীর্তন
নির্লজ্জ মোসাহেবী ,জি স্যার ,ইয়েস স্যার

প্রভুর মন ভালো নেই ,
সকাল  থেকে শুরু ক্রীতদাসের উপর অত্যাচারের খড়গ।
ব্যাবসায়ে লোকসান ,সব দায় ক্রীতদাসের
দিন শেষে নাম ধরে ডাকলেই  অশ্রু সিক্ত নয়নে
ক্রীতদাসের ঠোঁটে হাসি।
যুগ বদলায় ,ক্রীতদাস, ক্রীতদাস রয়ে যায়!

কাজটা চাই ,ক্রীতদাসের ,
ভালোবাসা, প্রেম, মায়া মমতা চাই কৃত দাসের
যতই চলুক স্টিম রোলার ,কৃতদাসের ঠোঁটে  রাখতে হয় হাসি।
হা: হা: হা: ক্রীতদাসের হাসি।
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, (সিঙ্গাপুর প্রবাসী)
২২ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে