কবিতাখানি আর হইলোনা কো লেখা ,
শব্দেরা করেনি সন্ধি !
বর্ণ, শব্দ, ছন্দ, কথারা,
সঞ্চয়িতায় বন্দি ! !
বিজন দেশেতে পূর্নিমা রাতে,
বাতাসে ভাসিছে গান !
সঞ্চয়িতা খুলে দেখি আমি,
কবিতা পেয়েছে প্রাণ ! !
গগনে গরজে মেঘ ,
নামিতেছে দেয়া !
কবিতার ডাকে কুসুম কাননে,
ফুটিল বুঝি কেয়া ! !
নয়নের বারি রুধিতে নারি,
প্লাবন হানিছে বুকে !
সঞ্চয়িতাই যোগায় সাহস,
হর্ষ,দুঃখ, সুখে ! !
সঞ্চয়িতা খুলে অবাক নয়নে,
আবৃত্তি করি কবিতা !
হৃদয় দর্পনে ভাসিয়া উঠিছে,
রবি ঠাকুরের ছবিটা ! !
কবি: সুদীপ বিশ্বাস
২৪ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস