যার পাপ্য তাকে দিয়ে দাও ষোল আনা,নিজের পাপ্য না হয় থাক, বাকীর খাতায়
আজব দুনিয়া, সাজানো বাগানের ফুল, প্রেমিক তুলে পরায় প্রেমিকার খোঁপায় !
মালি চেয়ে রয়,অবাক হয়!
সৃষ্টি করো, করো জয়,পরাজয়ে ডরে না বীর
এ কথা অসত্য নয়, তবে পথ মসৃন ও নয়।
দুর্জন খুঁজবে ফাঁক,ফোকর,সুজন নিবে হেসে হেসে
বাবর আলী রবে পেরেশান,ভালোবাসার হিসাব,নিকাশে!
কষ্ট,যন্ত্রনায় তুমি অস্থির,নির্ঘুম,ভাবনায় অপাংতেয় যেন ধরণীর বুকে
অথচ ,সবাই আছে বেশ, স্বাভাবিক জীবনে ,বেঁচে আছে হেসে খেলে!
মানবতা,মনুষত্ব্য লয়ে পেরেশাণ কেন রও বাবর আলী ?
এ জগতে আজ বাঁচার লড়াই, বিবেকের জলাঞ্জলি!
পরাধীনতা দেখ তুমি,মানুষের স্বাধীনতা যেন, অন্ধ মানুষ্য প্রভু ভক্তিতে!
রাজা,মহারাজা হতে চায় চতুরতা আর পেশী শক্তিতে!
ইমান,আমল,ধর্ম,কর্ম লোক দেখানো কত জনার,
কেউ করে রাজনীতি ,কেউ করে খুন ,ধর্মেকে পুঁজি করে ,ধর্মের অপব্যবহার!
সবার চোখে সবাই সাচ্চা,তুমি উম্মাদ, ফাসেক তুমি বাবর আলী, ন্যায়ের কথা বলো
তোমার নি:শ্বাসে বিষ দিয়ে, চলার পথে কাঁটা দিয়ে,বিশ্বস্থ ভাব শত্রুরা দেখায় এখনো!
যার পাপ্য তাকে দিয়ে দাও ষোল আনা,নিজের পাপ্য না থাক বাকীর খাতায়
আজব দুনিয়া সাজানো বাগানের ফুল, প্রেমিক তুলে পরায় প্রেমিকার খোঁপায় !
মালী অবাক চেয়ে রয়!
বিনা অনুমতিক্রমে বাগানের ফুল নিয়ে গেলো,লুটেরা,বর্গী, ভন্ড,প্রতারক প্রেমিক, চোর,ডাকু,খুনী?
সভ্যের প্রত্যায়ন পত্র দেয় অসভ্য,অসৎ বানিয়া,সভ্যতার পরিবর্তনের বড়াই করি!
রক্তাত করি,প্রাণ নেই, সেই প্রাচীন যুগের মতোই!, পেরশান থাকিয়া ,কি লাভ বলো বাবর আলী ?
চাটুকার,লেজুড়ে লেখার ভীড়ে ,সভ্যতার পরিত্যক্ত লেখায় তোমার লেখাও পেরেশান হবে!
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিংগাপুর প্রবাসী)
২৫ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস