জীবনের বাকি দিন গুলিতে
আর নয় প্রেম
এক প্রেমেই ছাড়তে হবে ধরাধম
হয়ে নরাধম!
মামা,
এক বিয়েতেই শখ মিটেছে
আর নয় বিয়ে ,
এক বিয়েতেই দেব ফাঁসি
কচু গাছে গিয়ে !
মফিজ বলো ,আবুল বলো ,
বাবর আলী কিংবা সে মমিন
গরীব থেকে বিয়ে করে যে ,
আস্ত একটা কমিন!
প্রেমের হাওয়া গায়ে দোলাতে,
আহা কি যে সুখ
পরের ধোনের পোদ্দারীতে ,
পরকীয়ার সুখ !
আনাড়ীদের যতই বলি
বিয়ে করিস না ভাই
দুষ্টের দল বলে আমায়,
ইস ,নিজে করেছে ,মজা নিয়েছে ,
এখন দিচ্ছে জ্ঞান ,বিয়ে করবোই।
আবুল ,মফিজ,মমিন বলে ,
করো বিয়ে ,মরো গিয়ে আমাদের কি ?
বাবর আলী বলে,আমারতো মরেছি
তোদের বাঁচিয়ে রেখে লাভ কি ?
(কোরাস )শোন বন্ধু ,ভাই
বিয়ের মাঝে কত্ত মজা
করলে বুঝবা ভাই।
কবি: মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু (সিঙ্গাপুর প্রবাসী)
২৮ জুলাই ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস