মায়া-তোর মায়ায় ভুলে ছিলাম অতীত
তোর চোখের কোণে দেখেছিলাম
বর্তমানের খানিক আবেগী ভালবাসা
আর ভবিষ্যৎ এর কিছু অবান্তর স্বপ্ন।
তবুও ভালবেসেছিলাম -----এক
হৃদয়হীনার কাছে দিয়েছিলাম মন,
স্বপ্নের বাণিজ্যে ক্ষতিগ্রস্ত সওদাগর আমি
রাজ্যহারা রাজার মত ঘুরি পথে পথে
ভিখারির মত, ভালবাসা ভিক্ষা করি দুয়ারে।
রাতজাগা পাখির মত, করি ছুটাছুটি
দক্ষিণ বেঁলকুনির চেয়ারটা অসহায়ের মত দোলে
আমার কষ্টে সে হতে চায় সমবেদী,
তবুও থেমে থাকেনা রাতদিন
ফিরে আসার অপেক্ষায় আজও আশাবাদী।
মায়া-তুই আজ ও কপালের লাল টিপ
পড়তে ভালবাসিস!
আমি শতশত লাল টিপ এনে রেখেছি
তোর কপালে নিজ হাতে পড়াবো বলে,
শূন্য হৃদয়ে, হাহাকারে করি চিৎকার!
কতটুকু ব্যথিত হলে খুশি তুই?
তবুও লাল টিপ দেখতে চাই তোর কপালে
মনের আয়নায় ভেসে বেড়ায় সেই লাল টিপ
বধূ সেজে আসবি কি কোন কালে?
কবি: তারেক হাসান
২৯ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস