মো. মিকসেতু: ক্রিকেটার মুস্তাফিজুর রহমান বলেছিলেন, ‘ব্যাটিং প্রবলেম, ইংলিশ প্রবলেম, বাট বোলিং নো প্রবলেম।’ কাটার মাস্টার ইংরেজিতে স্বচ্ছন্দ্য না হলেও কেউ কেউ আছেন, যাঁদের কাছে ইংরেজি তো বটেই, হিন্দিও ‘নো প্রবলেম’! তো এই প্রতিভা কীভাবে কাজে লাগাবেন তাঁরা? থাকল তেমনই কিছু বাণিজ্যিক আইডিয়া।
ভাষা শিক্ষা কোচিং খুলতে পারেন
H@shan’s কোচিং সেন্টার
সম্পূর্ণ হাশানীয় পদ্ধতিতে মাত্র ৩০ দিনের শর্ট কোর্সে হিন্দি শিখুন!
আমাদের কোর্সসমূহ
হিন্দি-বাংলা স্পোকেন কোর্স
হিন্দি রাইটিং অ্যান্ড রিডিং কোর্স
হিন্দি সিরিয়াল ল্যাঙ্গুয়েজ কোর্স
হিন্দি সাক্ষাৎকার কোর্স
এই কোর্স করলে আপনিও হাশান স্যারের মতো স্বতঃস্ফূর্তভাবে হিন্দিতে কথা বলতে পারবেন, লিখতে পারবেন, স্টার জলসার সিরিয়াল দেখতে ও বুঝতে পারবেন! এমনকি হিন্দিতে যেকোনো চ্যানেলে সাক্ষাৎকারও দিতে পারবেন।
.কোর্সের বিশেষ অফার
কোর্স শেষ হলে পাবেন বিশেষ ‘ম্যায় হু হাশান’ পদক।
মুস্তাফিজের হয়ে দোভাষীর কাজ করতে পারেন
মুস্তাফিজ আইপিএলে খেলতে গেলে ভাষা নিয়ে ঝামেলায় পড়েন। হিন্দিচর্চাকারীরা চাইলে অবসর সময়ে হিন্দি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি মুস্তাফিজের দোভাষী হিসেবেও কাজ করতে পারেন।
আমিই কাটার মাস্টার মুস্তাফিজ।
ম্যায় হু কাটার মাস্টার হাশান...স্যরি মাননীয় স্পিকার, ম্যায় হু কাটার মাস্টার মুস্তাফিজ!
ভাষা গবেষণা ইনস্টিটিউট খুলতে পারেন
বেঁচে থাকলে হাশান স্যারের সঙ্গে হিন্দি ভাষার ব্যুৎপত্তি, উৎপত্তি, প্রজ্ঞা ও প্রাঞ্জলতা নিয়ে একটা চা–বৈঠক করা যেত!-রস আলো
০১ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস