সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৫:৫৪:১১

আমরা শোকাহত

আমরা শোকাহত

আযান শুনি মুয়াজ্জিনে কন্ঠে আগের মত
আজও বাংলার আকাশে ভোরের সূর্য উঠে
পাখির কলরবে ঘুম ভাঙ্গে বাঙ্গালী জাতির
তবে জাতির ঘুমন্ত স্বত্বা জাগেনি আজও।

বাংলাদেশ, বাংলাদেশ শ্লোগানে মুখরিত হয়
বাংলার আকাশ ভারি হয়ে যায়,
স্বাধীন দেশের পবিত্র মাটি, কলঙ্কিত হয়
দেশদ্রোহীদের অবাধ পদচারণায়।

তাদের হাতেই শোভা পায় লাল সবুজের পতাকা
মনে হয় তারাই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা,
শাসনের আসনে তারাই বসে,শাসক হয়ে
সুনিপুণ হাতে হত্যাযজ্ঞ চালায় মুখোশের আড়ালে।

ধ্বংস দেখতে চায় স্বাধীন ভূখন্ডের
বলে কিসের স্বাধীনতা!এই বেশ ভালো আছি
ঘুম কেড়ে নিয়েছে দেশ প্রেমিকদের,
অশান্তির বীজ বুনে যাচ্ছে, স্বাধীনতার বীজতলায়।

আমার স্বপ্নে ফিরে আসে, প্রিয় স্বাধীনতা
দেখিতে পাই স্বাধীনতার মহানায়কের পথচলা,
কেন বিশ্বাসঘাতকতার কবলে জীবন দিতে হলো
এরই নাম কি স্বাধীনতা! আমার স্বপ্ন সারথি?

কাঁদে আমার বাবা,যার দুচোখে স্বপ্ন ছিল স্বাধীনতার
হে স্বাধীনতার মহানায়ক ক্ষমা কর মোদের,
তোমার রক্তের বদলা নিতে পারিনি
মুছে যায়নি আজও হৃদয়ের ক্ষত,
শুধু শান্তনার  বাণী শুনি, কিছু সময়
পকেটে কালো কাপড় ঝুলিয়ে বলি, আমরা শোকাহত,আমরা শোকাহত।
কবি: তারেক হাসান
৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে