শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০৭:২৬:৫৫

বিনাখরচে কাতার যাওয়ার সুযোগ

   বিনাখরচে কাতার যাওয়ার সুযোগ

প্রবাস ডেস্ক : বিনাখরচে কাতার যাওয়ার ​সুযোগ আপনিও নিতে পারেন। দেশটিতে বাংলাদেশের শ্রমিকরা বেশ সুনামের সঙ্গে কাজ করছেন। তাই দিন দিন বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়ছে কাতারে। এরই ধারাবাহিকতায় কাতারের একটি বৃহৎ নির্মাণপ্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ৭৪৫ জন শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। কাতারের নির্মাণ খাতের ওই প্রতিষ্ঠানের নাম কিউডিভিসি। বর্তমানে এ প্রতিষ্ঠানে প্রায় ১৩০০ বাংলাদেশি কর্মী বেশ সুনামের সঙ্গে কাজ করছেন। তাদের কাজের দক্ষতায় খুশি প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে আরো ৭৪৫ জন কর্মী নিতে আগ্রহী। এরই মধ্যে কর্মী নেয়ার প্রক্রিয়াও শুরু করেছে দেশটি। এসব কর্মীর কাতারে যেতে কোনো খরচ লাগবে না। তাদের যাবতীয় ব্যয়ভার বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠানটি। জানা গেছে, ঢাকায় আল ইসলাম ওভারসিজ নামের একটি রিক্রুটিং প্রতিষ্ঠানকে নির্ধারিত জনবলের চাহিদা জানিয়ে চিঠি দিয়েছে কিউডিভিসি কর্তৃপক্ষ। এসব কর্মীকে যোগ্যতা ও শ্রেণিভেদে সর্বনিম্ন ৯০০ কাতারি রিয়াল থেকে সর্বোচ্চ ৫ হাজার কাতারি রিয়াল পর্যন্ত বেতন দেয়া হবে। সূত্রে জানা গেছে, নতুন করে আনা এসব কর্মীর থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে কিউডিভিসি। দু’বছরের নবায়নযোগ্য চুক্তিতে দৈনিক আট ঘণ্টা কাজ করানো হবে। তবে কাতারের শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজ করারও সুযোগ রয়েছে। একইসঙ্গে শ্রমিকদের চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে। কাতারনিয়োগকারী প্রতিষ্ঠান কিউডিভিসির পক্ষ থেকে আল ইসলাম ওভারসিজকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সব কর্মীর উড়োজাহাজ-ভাড়া পরিশোধ করবে কিউডিভিসি কর্তৃপক্ষ। আগ্রহী কর্মীদের কাজ থেকে নিয়োগ খরচের নামে কোনো ধরনের ফি নেয়া যাবে না। এরই মধ্যে কাতারের বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সরকারি হিসাব মতে, বর্তমানে বাংলাদেশ থেকে মোট জনশক্তি রপ্তানির ২২ শতাংশের গন্তব্যস্থল কাতার। শীর্ষ শ্রমবাজার ওমানের পরই কাতারের অবস্থান। প্রতিমাসে কাতার থেকে বাংলাদেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) ২৫০ কোটি টাকা। বর্তমানে কাতারে বাংলাদেশি জনসংখ্যা ২ লাখ ৭৫ হাজার। ২০১৪ সালে কাতারে গেছেন ৮৭ হাজার ৫৭৫ জন। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত গেছেন ৭৫ হাজার ৭ জন। ১৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে