শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ০৪:৪৬:২১

মনে হচ্ছে সারা পৃথিবীই মুসলমানদের ভয় পায় : তসলিমা নাসরিন

মনে হচ্ছে সারা পৃথিবীই মুসলমানদের ভয় পায় : তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন : সারা পৃথিবীই মনে হচ্ছে মুসলমানদের ঘৃ'ণা করে, এবং ভ'য় পায়। প্রায় সব দেশেই মুসলিম বিরো'ধী চ'রম ডানপ'ন্থী রাজনীতির জনপ্রিয়তা। কারণ কী? কারণ মুসলিমদের সন্ত্রা'সবাদ, মৌ'লবাদ, অমুসলিমদের প্রতি অস'হিষ্ণুতা, মুসলিম মুক্তচি'ন্তকদের ওপর হা'মলা, ধর্মের দোহাই দিয়ে নারীর সমানাধিকার না মানা, মানবাধিকার না মানা, ধর্মনিরপেক্ষতা না মানা, অশিক্ষা, অবিজ্ঞান, অসহি'ষ্ণুতা, অ'ন্যায়, অত্যা'চারকে ধর্মের নামে বৈ'ধতা দেওয়া। 

মুসলিম বিদ্বে'ষ তারই প্রতি'ক্রিয়া এবং এটিই আজকের বাস্তবতা। মুসলিম মৌল'বাদকে সমর্থন করে যুগ যুগ ধরে মুসলিম শাসক এবং বামপন্থী বুদ্ধিজীবীগণ মুসলিম সমাজকে আলোকিত করার ব'দলে অন্ধ'কারে ফেলে রেখেছে। নিরী'হ নির'পরা'ধ মুসলমান তাদের ভু'লের শি'কার আজ।

ভুলের সংশো'ধন চাইলে, সম'স্যার সমাধান চাইলে মুসলিমদের উদার হওয়া, ধর্মনিরপেক্ষ হওয়া, ধর্মের জিকির ব'ন্ধ করা, ধর্মীয় আইন বা'তিল করা, বাক স্বাধীনতা, নারীর সমানাধিকার, মানবাধিকার, ভিন্ন মত, এবং ইসলামের সমালো'চনা মেনে নেওয়া ছাড়া পথ নেই।

তথ্যসূত্র : নির্বাসিত লেখিকার ফেসবুক পোস্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে