প্রবাস ডেস্ক : দারুণ সুখবর, বাংলাদেশ থেকে এবার কর্মী নেবে সৌদি সরকার। কনসালটেন্ট বা রেজিস্ট্রার ডাক্তারসহ স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার।
এজন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যনেজার মারজান বিন মুবারক আল-মারজানের নেতৃত্ব একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। তারা বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে বৈঠক করছে।
বৃহস্পতিবার মারজান বিন মুবারকের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি কক্ষে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির বৈঠক হয়।
বৈঠকে সৌদিতে কনসালটেন্ট বা রেজিস্ট্রার ডাক্তারসহ স্বাস্থ্য খাতে কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হয়। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, সফররত সৌদি প্রতিনিধি দল আগামীকাল শুক্রবার ঢাকা ত্যাগ করবে। পরবর্তীতে সৌদির আরেকটি ট্যাকনিক্যাল টিম ঢাকায় আসবে। তারা সফররত প্রতিনিধি দলের সুপারিশ অনুযায়ী বাংলাদেশ থেকে স্বাস্থ্য খাতে কর্মী নেবে।
বর্তমানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সৌদি আরবে ১ হাজার ৫০৪ জন ডাক্তারসহ বিশ্বের বিভিন্ন দেশে মোট ২ হাজার ৪৭০ জন ডাক্তার কর্মরত রয়েছেন।
বৈঠকে মন্ত্রী বলেন, সৌদি সরকার বাংলাদেশ থেকে আরো ডাক্তার ও নার্স নিয়োগ করলে দু'দেশই লাভবান হবে।
বৈঠকে মারজান বিন মুবারক সৌদিতে কর্মরত বাংলাদেশি নার্স, ডাক্তার ও অন্যান্য কর্মীদের কাজের প্রসংশা করে বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। সৌদিতে কর্মরত বাংলাদেশি কর্মীরা নিজের দেশের মতো মনে করেন এবং ভালোবাসেন।
পরে সৌদি প্রতিনিধি দলটি মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমইটি ও বোয়েসেলের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে।
এসময় বাংলাদেশে স্বাস্থ্য খাতের বিভিন্ন দিক এবং নার্স ও ডাক্তারদের সম্পর্কে একটি প্রদর্শনী উপস্থাপন করা হয়। বোয়েসেলের মাধ্যমে পাঠানো বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত নার্স ও ডাক্তারদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম