রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান শুধু জানাজা নামাজ পড়িয়ে দায়িত্ব শেষ করেননি, কাঁধে নিয়েছেন যৌ'নকর্মীর ম'রদে'হ। নেমেছেন কবরেও। দা'ফন কাজ শেষ করে ফিরেছেন কর্মস্থলে।
গোয়ালন্দ ঘাট থানায় যোগদানের পর প্রথম কোনো যৌ'নকর্মীর জা'নাজার ব্যবস্থা করে আলোচনায় এসেছেন ওসি আশিকুর রহমান। প্রশংসা কুড়িয়েছেন অনেকের। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এভাবে একে একে তৃতীয় যৌ'নকর্মীর জা'নাজার ব্যবস্থা করলো পুলিশ
শনিবার দুপুর ২টার দিকে পারভীন বেগম (৬৫) নামে এক যৌ'নকর্মীর জানাজা শেষে স্থানীয়দের সঙ্গে তার ম'রদেহ কাঁধে তুলে নেন ওসি আশিকুর রহমান। এর মাধ্যমে তৃতীয় কোনো যৌ'নকর্মীর জা'নাজা অনুষ্ঠিত হলো।
‘পুলিশ জনগণের বন্ধু বা সেবক’ এমন প্রবাদ থাকলেও পুলিশের প্রতি সাধারণ মানুষের কেন যেন আস্থা নেই। সেই অনাস্থা দূর করে পুলিশ এসে দাঁড়িয়েছে সমাজের ঘৃণার পাত্র যৌ'নকর্মীদের পাশে।