সোমবার, ০৩ আগস্ট, ২০২০, ০৬:২৮:১৬

করোনায় আক্রা'ন্ত এমপি সালমাকে হেলিকপ্টারে রাজবাড়ী থেকে ঢাকায় আনা হল

করোনায় আক্রা'ন্ত এমপি সালমাকে হেলিকপ্টারে রাজবাড়ী থেকে ঢাকায় আনা হল

রাজবাড়ী থেকে : করোনা ভাইরাসে আক্রা'ন্ত রাজবাড়ীর সংর'ক্ষিত আসনের এমপি সালমা চৌধুরী রুমাকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। সোমবার বিকালে রাজবাড়ী স্টেডিয়াম থেকে তাকে ঢাকায় আনা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এমপি সালমা চৌধুরী রুমার ব্যক্তিগত সহকারী লালন সরদার জানান, হালকা জ্বর থাকায় করোনা পরীক্ষার জন্য গত ২৮ জুলাই এমপি সালমা চৌধুরী রুমার নমুনা সংগ্রহ করা হয়। ওই সময় থেকে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। রোববার তার রিপোর্ট পজি'টিভ আসে। পরে সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তবে সেখানে তার শারীরিক অবস্থার অব'নতি হওয়ায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এমপি সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টুও গণমাধ্যমকে বিষয়টি নি'শ্চিত করেছেন। তিনি বলেন, তার (সালমা চৌধুরী) বার বার অক্সিজেন কমে যাচ্ছে। তাই তাকে সকালে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেয়া হয়েছে। রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, এমপি সালমা চৌধুরী রুমার অক্সিজেন কমে যাচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে