মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৯:৩১

৫৯ হাজার টাকায় বিক্রি হলো একটি ‘ঢাঁই মাছ’

 ৫৯ হাজার টাকায় বিক্রি হলো একটি ‘ঢাঁই মাছ’

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির সাড়ে ১৪ কেজি ওজনের একটি ঢাঁই মাছ। পরে মাছটি নিলামে ৫৯ হাজার ৪০ টাকায় বিক্রি হ‌য়।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে সুনাই হালদার তার সহযাত্রীদের নিয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ফজরের আজানের আগমুহূর্তে জাল তোলার সময় তাদের জালে ধরা পড়ে বিশাল আকারের এই ঢাঁই মাছটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে নিয়ে আসেন জেলে সুনাই হালদার। সেখানে নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বিরল এই মাছটি ৪ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ৪০ টাকায় কিনে নেন। বর্তমানে তিনি মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগ করছেন।

এই ব্যাপারে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, বর্তমানে ভিডিও কলে তিনি দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করছেন। মাছটি প্রতি কেজি ১০০ থেকে ২০০ টাকা লাভ পেলেই বিক্রি করবেন বলে জানান তিনি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, পদ্মার এ ধরনের বড় মাছ নিলামে উঠলে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লেগে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে