সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৭:৩৬

পদ্মার এক ঢাই মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি

পদ্মার এক ঢাই মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ১১ কেজি ওজনের বিলুপ্তপ্রায় প্রজাতির এক বিশাল ঢাই মাছ। বিরল এই মাছটি শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ টাকায়।

সোমবার ভোরে স্থানীয় জেলে কবীর হালদার সঙ্গীদের নিয়ে দৌলতদিয়া চরকর্নেশনা কলাবাগান এলাকায় জাল ফেলেন। ফজরের আজানের আগে জাল তোলার সময় হঠাৎ বিশাল আকারের ঢাই মাছ তাদের জালে ধরা পড়ে।

পরে সকালেই মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন জেলে কবীর। সেখানে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪৪ হাজার টাকায় কিনে নেন।

এরপর তিনি ভিডিও কলের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে খুলনা জেলার এক সিঙ্গাপুর প্রবাসী বেলা ১১টার দিকে মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার ২০০ টাকায় ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, পদ্মার ঢাই মাছ খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় এর চাহিদা অনেক বেশি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এই মাছের কদর রয়েছে।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মার এ ধরনের বড় আকারের ঢাই মাছ এখন খুবই বিরল। সাধারণত এ আকারের মাছ সচরাচর পাওয়া যায় না। ফলে বাজারে এর দামও তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে