এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় পানি বেড়েছে। প্রতিদিন সেখানে জেলেদের জালে ধরা পড়ছে রুই, পাঙ্গাশ, বাঘাইড়, চিতলসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ। শুক্রবার (১ আগস্ট)) সকাল ৯টার দিকে উপজেলার চরকর্ণেশোনা এলাকায় পদ্মা নদীতে বিশাল অকারের একটি পাঙ্গাশ ধরা পড়েছে।
মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে বাচ্চু হালদারের জালে।
পরে বিক্রি করতে পাঙ্গাশটি নেওয়া হয় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় রেজাউলের মাছের আড়তে। এ সময় বিশাল আকারের পাঙ্গাশটি একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। সেখানে ২৫ কেজি ওজন মেপে উন্মুক্ত ডাকে (নিলামে) ২ হাজার ৩০০ টাকা কেজি দরে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে পাঙ্গাশটি বিক্রি করেন জেলে বাচ্চু। পরে ওই মাছটি ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন শাজাহান।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পদ্মার এমন আকারের পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই বেশি দামে বিক্রির আশায় ২৫ কেজি ওজনের তাজা ওই পাঙ্গাশটি আমি কিনে নিই। বিক্রির অপেক্ষায় মাছটি নদীতে জিইয়ে রাখতে হয়নি। কেনার আধা ঘণ্টার মধ্যে অনলাইনে (ভিডিও কলের মাধ্যমে) মেহেরপুরের সৌদিপ্রবাসী এক ব্যক্তির কাছে ২ হাজার ৪৩০ টাকা কেজি দরে মোট ৬০ হাজার টাকায় ওই পাঙ্গাশটি আমি বিক্রি করেছি।